এশিয়া কাপ২০২২-এর সূচি ঘোষণা, জেনে নিন কবে ভারত-পাকিস্তান মহারণ

এশিয়া কাপের (Asia Cup 2022) সূচি ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ২৭ অগাস্ট থেকে শুরু হবে টুর্নামেন্ট।  ২৮ শে অগাস্ট ভারত-পাকিস্তান (India vs Pakistan) মেগা ফাইট। 
 

শ্রীলঙ্কার উত্তাল রাজনৈতির পরিস্থিতির জন্য এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে আরব আমিরশাহিতে সরানোর কথা আগেই ঘোষণা করা হয়েছিল। একইসঙ্গে  আসন্ন টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রতিযোগিতা হতে চলেছে টি২০ ফর্ম্যাটে। এবার ঘোষিত হল এশিয়া কাপ ২০২২-এর ক্রীড়া সূচি। এশিয়া কাপে দিনক্ষণ ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ২৭ অগাস্ট থেকে শুরু হবে টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। পরের দিন অর্থাৎ ২৮ শে অগাস্ট ভারত-পাকিস্তান মহারণ। ফাইনাল হবে আগামি ১১ সেপ্টেম্বর।

এবারের এশিয়া কাপ প্রতিযোগিতা হতে চলেছে ৬ দলের মধ্যে।  ৩ টি করে দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সঙ্গে যোগ হবে এক যোগ্যতা অর্জনকারী দেশ। বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গ্রুপ স্তরের ম্যাচ। প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটো দল কোয়ালিফাই করবে সুপার ফোরে। তাদের মধ্যে শীর্ষে থাকা দুটো দল খেলবে ফাইনাল। দুবাই ও শারজা দুটো ভেনুতেই হবে ম্য়াচ। এশিয়ার প্রতিটি দলই টি২০  বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এশিয়া কাপ জয়কে পাখির চোখ করে এগোচ্ছে । 

Latest Videos

বিসিসিআই সচিব জয় শাহ এশিয়া কাপের সূচি ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় সেই সূচি শেয়ার করে জানিয়েছেন, 'প্রতীক্ষার অবসান। এশিয়ার সেরা কে, সে যুদ্ধ শুরু হবে ২৭ অগস্ট। গুরুত্বপূর্ণ ফাইনাল আগামী ১১ সেপ্টেম্বর হবে। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উপযুক্ত প্রস্তুতির মাধ্যম হয়ে উঠবে পঞ্চদশ এশিয়া কাপ।' প্রসঙ্গত, এশিয়া কাপ যে শ্রীলঙ্কার মাটিতে হবে না  মরুদেশে হবে সেই খবর সবার আগে জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়।

এক  ঝলকে দেখে নিন এশিয়া কাপের সূচি-
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ২৭ অগস্ট (শনিবার), গ্রুপ বি, দুবাই।
ভারত বনাম পাকিস্তান: ২৮ অগস্ট (রবিবার), গ্রুপ এ দুবাই।
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৩০ অগস্ট (মঙ্গলবার), গ্রুপ বি, শারজা।
ভারত বনাম কোয়ালিফায়ার: ৩১ অগস্ট (বুধবার), গ্রুপ এ, দুবাই।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), গ্রুপ বি, দুবাই।
পাকিস্তান বনাম কোয়ালিফায়ার: ২ সেপ্টেম্বর (শুক্রবার), গ্রুপ এ, শারজা।
বি১ বনাম বি২: ৩ সেপ্টেম্বর (শনিবার), সুপার ৪, শারজা।
এ১ বনাম এ২: ৪ সেপ্টেম্বর (রবিবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি১: ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার), সুপার ৪, দুবাই।
এ২ বনাম বি২: ৭ সেপ্টেম্বর (বুধবার), সুপার ৪, দুবাই।
এ১ বনাম বি২: ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), সুপার ৪, দুবাই।
বি১ বনাম এ২: ৯ সেপ্টেম্বর (শুক্রবার), সুপার ৪, দুবাই।
ফাইনাল: ১১ সেপ্টেম্বর (রবিবার) সুপার ৪-র প্রথম বনাম সুপার ৪-র দ্বিতীয়, দুবাই।

 

 

এশিয়া কাপ ২০২২ স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে। এছাড়া ভারতে অনলাইন লাইভ স্ট্রিমিং দেখো যাবে ডিজনি প্লাস ও  হটস্টার। পাকিস্তানে পিটিভি স্পোর্টস এবং টেন স্পোর্টসের টুর্নামেন্টের সম্প্রচারের অধিকার রয়েছে।

আরও পড়ুনঃকমনওয়েলথে সোনা জিতে তৈরি করেছে নতুন ইতিহাস, সেই লন বলের সঙ্গে যোগ রয়েছে এমএস ধোনিরও

আরও পড়ুনঃকমনওয়েলথে ফের ভারোত্তোলনে পদক জয় ভারতের, ব্রোঞ্জ জিতলেন লভপ্রীত সিং

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik