Babar Azam: দলে ভারতীয় ক্রিকেটার বেশি, দেখে নিন পাক অধিনায়কের সেরা টি২০ একাদশ
- FB
- TW
- Linkdin
বাবার আজম-
নিজের দলে নিজেকেই ওপেনার হিসেবে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কেরিয়ারে স্বপ্নের ফর্মে রয়েছেন বাবর। টি২০ বিশ্বকাপেও সর্বোচ্চ স্কোরার হয়েছেন তিনি। সব ফর্ম্যাটেই অনবদ্য ব্যাটিং করছেন পাক অধিনায়ক।
রোহিত শর্মা-
সাদা বলের ক্রিকেট এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ওপেনার যে রোহিত শর্মা সেই বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। দুরন্ত ফর্মেও রয়েছেন হিটম্যান। পাকিস্তান অধিনায়ক নিজের সেরা টি২০ একাদশে দ্বিতীয় ওপেনার হিসেবে রেখেছেন রোহিতকে।
বিরাট কোহলি-
অফ ফর্ম চললেও সাদা বলের ক্রিকেটে বিশ্বের সেরা ফিনিশারদের মধ্যে অন্যতম ভারত অধিনায়ক। বিরাট কোহলি ও বাবর আজমের মধ্যে একটা অঘোষিত শ্রেষ্ঠত্বের লড়াই রয়েছে। তবে নিজের দলে মিডল অর্ডারে কোহলিকে সেরা পছন্দ বাবরের।
শোয়েব মালিক-
দলের চার নম্বরে বাবর আজম ভরসা রেখেছেন সতীর্থ অভিজ্ঞ পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের উপর। চার নম্বরে অভিজ্ঞ ব্যাটসম্য়ানের পাশাপাশি একজন অলরাউন্ডাকে পছন্দ পাক অধিনায়কের। সেকারণেই শোয়েব মালিককে রেখেছেন তিনি।
এমএস ধোনি-
দলে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে বাবর আজমের এককথায় সেরা পছন্দ প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনিকে। ধোনির অভিজ্ঞতা, কিপিংয়ে দক্ষতা ও ফিনিশার হিসেবে তার ধোনিকেই পছন্দ। মহম্মদ রিজওয়ানকে না নিয়ে ধোনিকেই পছন্দ করেছেন তিনি।
হার্দিক পান্ডিয়া-
চোট সমস্যায় দীর্ঘ দিন ধরে ভুগছেন হার্দিক পান্ডিয়া। ফর্মও আগের থেকে অনেকটাই পরে গিয়েছে। তবে ফর্মে থাকলে ভারতীয় অলরাউন্ডারের থেকে সেরা অপশন পাওয়া খুবই মুশকিল। তাই দলে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে হার্দিককেই পছন্দ বাবরের।
কুলদীপ যাদব-
বাবর আজম দলে স্পিনার হিসেবে যাদের দুজনকে পছন্দ করেছেন তা অবাক করেছে সকলকেই। কারণ প্রথম স্পিনার হিসেবে পছন্দ ভারতীয় চায়নাম্যান কুলদীপ যাদবকে। কিন্তু অফ ফর্মের কারমে দীর্ঘ দিন ধরে ভারতীয় দলেই ব্রাত্য রয়েছেন তিনি।
শাদাব খান-
টি২০ বিশ্বকাপে অনবদ্য বোলিং করেছিলেন পাকিস্তানের স্পিনার শাদাব খান। ব্যাট হাতে যথেষ্ট পটু তিনি। একইসঙ্গে ভালো ফিল্ডারও শাদাব। তাই দলে দ্বিতীয় স্পিনার হিসেবে শাদাব খানকেই পছন্দ পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের।
জসপ্রীত বুমরা-
দলে পেসার হিসেবে ভারতীয় তারকা জসপ্রীত বুমরাকে পছন্দ বাবর আজমের। গতি ও নতুন বলে সুইংয়ের পাশাপাশি ডেথ ওভার বোলিংয়ে বুমরার জুরি মেলা ভার। তাই ইয়র্কার স্পেশালিস্টকে দলে রেখেছেন পাক অধিনায়ক।
মহম্মদ আমির-
আন্তর্জাতিক ক্রিকেটকে একটু তাড়াতাড়িই বিদায় জানিয়েছেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির। তবে তার গতি ও সুইংয়ের কামাল গোটা বিশ্ব দেখেছে। তাই দলে দ্বিতীয় পেসার হিসেবে আমিরকেই পছন্দ বাবর আজমের।
শাহিন আফ্রিদি-
দলে তৃতীয় পেসার হিসেবে পাকিস্তানের নতুন বাঁ-হাতি তারকা শাহিন শাহ আফ্রিদিকে পছন্দ বাবর আজমের। টি২০ বিশ্বকাপে অনবদ্য বোলিং করেছেন শাহিন। গতি ও সুইং অনবদ্য। ফলে তাকেই পছন্দ পাকিস্তান ক্রিকেট অধিনায়কের।