লক্ষ্য পঞ্চমবার আইপিএল জয়, কোন বিভাগে কতটা শক্তিশালী ধোনির সিএসকে

আইপিএল ২০২২ (IPL 2022) শুরু হতে বাকি কয়েকটা দিন। ইতিমধ্যেই অনুশীলন (Practice) শুরু করে দিয়েছে সবকটি দল। এমএস ধোনির (MS Dhoni) অধিনায়কত্বে পঞ্চমবার ট্রফি জয়ের লক্ষ্যে নামতে চলেছে সিএসকে (CSK)। দেখে নিন কতটা শক্তিশালী হল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।

২০২০ সালের আইপিএলের প্রথমবার শেষ চারে যোগ্যতা অর্জন করতে পারেনি চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএলের (IPL) ইতিহাসে সবথেকে খারাপ পারফরম্যান্স করার পর প্রশ্ন উঠে গিয়েছিল এমএস ধোনির (MS Dhoni)অধিনায়কত্ব নিয়ে। কিন্তু ২০২১ সালের আইপিএলেই ঘুড়ে দাঁড়ায় সিএসকে (CSK)। একাধিপত্ব বজায় রেখে চতুর্থবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন (IPL Champion)হয় ইয়োলো আর্মি। এবার নিজেদের ট্রফি ডিফেন্ড করতে নামছে সিএসকে। ২৬ মার্চ নিজেদের আইপিএল ২০২২ (IPL 2022) অভিযান শুরু করবে এমএস ধোনির দল। প্রথম ম্য়াচে মুখোমুখি হবে কলকাতা নাইটরাইডার্সের (Kolkata Knight Riders)। আসন্ন আইপিএল মরসুম উপলক্ষ্যে সুরাতে অনুশীলন শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। নিলামে এবার দল ঢেলে সাজিয়েছে চার বারের আইপিএল চ্যাম্পিয়নরা। দেখে নিন সিএসকেরে টিম প্রোফাইল।

ব্যাটসম্যান-
ফাফ ডুপ্লেসিকে এবার নিলামে দলে নিতে না পারলেও চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। কারণ ওপেনিংয়ে থাকছে রিটেন করা ক্রিকেটার ও গতবারের আইপিএলেরর সর্বোচ্চ রান স্কোরার রুতুরাজ গায়কোয়াড়। এছাড়া থাকছেন  রবিন উথাপ্পা, ডেভন কনওয়ে, শুভ্রাংশু সেনাপতি, সি হরি নিশান্ত । এছাড়াও মিডল অর্ডারে থাকছেন অভিজ্ঞ আম্বাতি রায়ডু।

Latest Videos

অলরাউন্ডার-
চেন্নাই সুপার কিংস দলে বরাবর অলরাউন্ডারের উপর জোর দিয়ে এসেছে। এবারও তাদের দলে রয়েছে একগুচ্ছ অলরাউন্ডার। সেখানে একদিকে যেমন রয়েছে মঈন আলি। মিডল অর্ডারে দলকে ভরসা দেওয়ার পাশাপাশি স্পিন বোলিংয়ে দলের শক্তিবৃদ্ধি করবে। এছাড়া রয়েছে রবীন্দ্র জাদেজার মত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার। ব্য়াটে-বলে যে একাই বিধ্বংসী হতে পারেন। ডোয়াইন ব্রাভোর মত দীর্ঘ দিনের তারকা অবরাউন্ডারও রয়েছে সিএসকে শিবিরে।  শিবম দুবের মত অলরাউন্ডারও এবের দলে রয়েছে। এছাড়াও দলে রয়েছে ডোয়াইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার , কে ভাগথ ভার্মা,  ক্রিস জর্ডান, রাজবর্ধন হাঙ্গারগেকাররা।

উইকেট রক্ষক-
উইকেট রক্ষক বিভাগে নতুন করে বলার কিছু নেই। দলের চারবারের ট্রফি জয়ী অধিনায়ক এমএস ধোনি যে প্রথম পছন্দ এনিয়ে কোনও সন্দেহ নেই। এটাই হয়তো ধোনির শেষ আইপিএল। তাই আরও একবার দলকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য ধোনি। একইসঙ্গে ব্য়াট হাতেও নিজের চেনা ছন্দে ফিরতে মরিয়া সিএসকে অধিনায়ক।  এছাড়াও উইকেট রক্ষক হিসেবে দলে রয়েছেন প্রশান্ত সোলাঙ্কি।

বোলার-
বোলিং বিভাগে প্রধান স্পিনার অলরাউন্ডার জাদেজা তা নিয়ে কোনও সন্দেহ নেই। এছাড়াও দলে রয়েছেন মহেশ থেকশানা , প্রশান্ত সোলাঙ্কিরা। দলের পেস অ্যাটাকে রয়েছে দীপক চাহারের মত তারকা পেসার। এছাড়াও রয়েছে কিউই তারকা অ্যাডাম মিলনে। পাশাপাশি দলে রয়েছেন  তুষার দেশপান্ডে, কেএম আসিফ, সিমারজিৎ সিং, মুকেশ চৌধুরীরা। তবে দীপক চাহরের চোট চিন্তায় রেখেছে সিএসকে টিম ম্য়ানেজমেন্টকে।

সব মিলিয়ে চোট সমস্যাছাড়া এবারের সিএসকে দল যথেষ্ট শক্তিশালী। দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। সর্বোপরি ধোনির মত একজন অধিনায়ক। দলের পুরোনো বেশিরভাগ প্লেয়ারকেও ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। সব মিলিয়ে নতুন মরসুমে পঞ্চমবার ট্রফি জয়ের লক্ষ্যে নামতে চলেছে ধোনি চেন্নাই সুপার কিংস।

আরও পড়ুনঃআইপিএলের আগেই বিয়ে সারলেন গ্লেন ম্যাক্সওয়েল, হানিমুনে কোথায় যাচ্ছেন নবদম্পতি

আরও পড়ুনঃবিগত ১৪ বছর ধরে কাদের ব্যাট শাসন করেছে আইপিএলের ২২ গজ, দেখে নিন সেরা ১০ জনের তালিকা

আরও পড়ুনঃওভারে খরচ করেননি একটিও রান, আইপিএলে এমন কৃতিত্ব সবথেকে বেশি কাদের, চিনে নিন ১০ জনকে

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia