মাঠে দলের হয়ে সেরা সিদ্ধান্ত নেন ধোনি, তাই অবসরের সিদ্ধান্তটাও সঠিক সময় নেবেন মাহি দাবি ধাওয়ানের

  • ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় ওপেনার ধাওয়ান
  • মাহি ভাই ভারতের সফলতম অধিনায়ক, মন্তব্য গব্বরের
  • দলের হয়ে সব সময় সঠিক সিদ্ধান্ত নেন ধোনি বলছেন শিখর
  • অবসরের সিদ্ধান্তটাও সঠিক সময় নেবেন মাহি দাবি ধাওয়ানের

debojyoti AN | Published : Sep 28, 2019 9:40 AM IST

ধোনির অবসর প্রসঙ্গ নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের বর্তমান ওপেনার শিখর ধাওয়ান। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম ভারতীয় দলের দরজা খুলে গিয়েছিল ধাওয়ানের। আর তাঁর অধিনায়কত্বে প্রথম ধারাবাহিক ভাবে দলে খেলেছিলেন এই ক্রিকেটার। এবার সেই ধোনির অবসর নিয়েই মুখ খুললেন ভারতীয় দলের গব্বর। ধাওয়ানের মতে, ধোনি নিজের অবসরের সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারবেন। সেই নিয়ে কোনও তর্ক বিতর্ক রাখার প্রয়োজন নেই।

আরও পড়ুন, লতা মঙ্গেশকরের জন্মদিন, মাস্টার ব্লাস্টার সচিনের আবেগঘন শুভেচ্ছা বার্তা

Latest Videos

এই বিষয় নিয়ে শিখর বলেন, 'ভারতীয় দলের অধিনায়ক থাকা কালিন একাধিক ভালো সিদ্ধান্ত নিয়ে দলকে জয় পাইয়ে দিয়েছিল ধোনি। আগামী দিনেও মাহি সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমার মত। তাই এই বিষয় নিয়ে এখনই ভাবার কিছু নেই। ধোনি প্রতিটি ক্রিকেটার সহ বাকিদের খুব ভালো চেনেন। তাই আলাদা করে তাঁর বিষয় নিয়ে কিছু বলা ঠিক হবে না। যখন সময় হবে ঠিক নিজের জন্য ও দেশের জন্য, দলের জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন মাহি।'

আরও পড়ুন, নাম না করে কোহলি-শাস্ত্রীদের তুলোধোনা করলেন যুবরাজ, প্রশ্ন তুললেন দল থেকে তাঁর বাদ পড়া নিয়ে

প্রথম ধোনির অধিনায়কত্বে নীল জার্সি গায়ে খেলেছিলেন এই ক্রিকেটার। আর সেই ধোনির অধিনায়ক হিসাবে পারদর্শী ভাবকেই সবার সামনে বলেছেন শিখর ধাওয়ান। পাশাপাশি দলের সবাই এখনও ধোনিকেই পাশে চায় এমনটাও ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের ওপেনার। ধাওয়ান বলেন, 'বিরাট কোহলি সহ দলের বাকি ক্রিকেটাররা ধোনিকে অনেক বেশি শ্রদ্ধা করেন। মাহি ভাইকে এখনও আমাদের দরকার। আমরা ধোনির কাছে অনেক বিষয় নিয়ে কৃতজ্ঞ। আর দলের অধিনায়ক বিরাটও তাঁকে অনেক বেশি করে মানেন।'

আরও পড়ুন, টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ৪ নম্বরকে ভরসা দিতে চাইছেন রায়না

ধোনির অবসরের পাশাপাশি কথা বলতে এদিন ড্রেসিং রুমে ক্রিকেটারদের মধ্যে একটা সম্পর্কের কথাও বলেন ধাওয়ান। গব্বর ড্রেসিং রুমের আবহ নিয়ে বলেন, 'ধোনি একজন সফলতম অধিনায়ক। তবে জুনিয়রদের সব সময় গাউড করেন তিনি। যখন বিরাট কোহলি দলে জুনিয়র ছিলেন তখনও আমি দেখেছি কোহলিকে সব কিছুতে আলাদা করে গাউড করতেন ধোনি। আর এটা আমাদের দলের ও ড্রেসিং রুমের একটা ভালো দিক।'

Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati