লন্ডনে সফল অস্ত্রপচার হার্দিকের, মাঠে ফিরতে লাগবে প্রায় পাঁচ মাস

Published : Oct 05, 2019, 02:41 PM IST
লন্ডনে সফল অস্ত্রপচার হার্দিকের, মাঠে ফিরতে লাগবে প্রায় পাঁচ মাস

সংক্ষিপ্ত

লন্ডনে অস্ত্রপচার হল হার্দিক পান্ডিয়ার সফল ভাবেই শেষ হয়েছে হার্দিকের অস্ত্রপচার নিজের সোশ্যাল মিডিয়া এই খবর জানিয়েছেন অলরাউন্ডার মাঠে ফিরতে প্রায় পাঁচ মাস সময় লাগবে হার্দিকের

লন্ডনে অস্ত্রপচার হয়ে গেল হার্দিক পান্ডিয়ার। শুক্রবার পিঠের চোটের জন্য অস্ত্রপচার করান ভারতীয় অল রাউন্ডার। কিছুদিন আগেই হার্দিকের চোটের খবর এসেছিল সামনে। বিসিসিআই আগামী টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে হার্দিকের বিষয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি। তাঁকে পাঠিয়ে দেওয়া হল ইংল্যান্ডে। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে সফল অপরেশন হল বরোদার ক্রিকেটারটির। 

আরও পড়ুন - কেরল স্টেট গেমসে দুর্ঘটনা, মাথায় লোহার বল লেগে হাসপাতালে তরুণ স্বেচ্ছাসেবক

নিজের সোশ্যাল মিডিয়া হার্দিক ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁর সফল অস্ত্রপচারের খবর জানান। একই সঙ্গে সবার শুভেচ্ছাতেও যে তিনি আপ্লুত সেটাও জানিয়েছেন হার্দিক। আর শেষ লাইনে পান্ডিয়া স্টাইল। বরোদার অল রাউন্ডার বলছেন, ‘সময় মত ফিরে আসব, ততক্ষণ আমায় মিস করুন।’ 


 

 

আরও পড়ুন - কড়া ভাষায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

হার্দিক বলছেন সঠিক সময়ে ফিরে আসবেন, কিন্তু প্রশ্ন এই সঠিক সময়টা কবে হবে। সুত্রের খবর হার্দিকের মাঠে ফিরতে পাঁচ মাস মত সময় লাগবে। আগামী বছর শেষ দিকে টি২০ বিশ্বকাপ। হার্দিকের ফিরতে পাঁচ মাস সময় লাগবে। তাই টি২০ বিশ্বকাপের আগে সম্পুর্ণ ফিট হয়ে ওঠাই এখন চ্যালেঞ্জ ভআরতীয় দলের এক নম্বর অল রাউন্ডারের কাছে। 

আরও পড়ুন - আবার কোচের পদে ফিরতে পারেন অনিল কুম্বলে, জল্পনা তুঙ্গে ক্রিকেট মহলে

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: রেকর্ড অর্থ খরচ করল কেকেআর! দলে এবার ৬ বলে ছয় ছক্কা মারা ক্রিকেটার?
আইপিএল ২০২৬ মিনি নিলাম: সবচেয়ে বেশি অর্থ পাওয়া ক্রিকেটার, রেকর্ড গড়ে কেকেআর-এ মুস্তাফিজুর