ঘরোয়া ক্রিকেটে সাফল্য ছাড়াও রঞ্জিতেও বাংলার ভারসা ছিল শাহবাজই। এছাড়া নিজের দীর্ঘদিনের ভালো ফর্মের দরুণ নিয়মিত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সুযোগও পেয়েছেন তিনি। নিজের ভালো পারফরম্যান্সের জন্য নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।
সিরিজ বাঁচাতে এবার ভারতীয় দলের হয়ে মাঠে নামছেন বাংলার শাহবাজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচীর ম্যাচে খেলতে চলেছেন শাবাজ় আহমেদ। ঘরোয়া ক্রিকেটে একের পর এক সাফল্যের পর এবার ভারতীয় দলে অভিষেক হল শাহবাজের। বাংলার এই অলরাউন্ডারের হাতে টুপি তুলে দিলেন শিখর ধাওয়ান।
ঘরোয়া ক্রিকেটে সাফল্য ছাড়াও রঞ্জিতেও বাংলার ভারসা ছিল শাহবাজই। এছাড়া নিজের দীর্ঘদিনের ভালো ফর্মের দরুণ নিয়মিত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সুযোগও পেয়েছেন তিনি। নিজের ভালো পারফরম্যান্সের জন্য নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। রঞ্জিতে শতরান, এক ইনিংসে পাঁচ উইকেট, নিয়মিত ব্যাটে বলে সাফল্য বারবারই নির্বাচকদের দৃষ্টি আকর্ষন করেছেন। এবার সিরিজ বাঁচানোর লড়াইতে ভারতীয় দল ভরসা রাখল বাংলার এই অলরাউন্ডারের উপরই।
আরও পড়ুন - কেরিয়ারের সাফল্য থেকে আক্ষেপ, অবসরের আগে মুখ খুলললেন ঝুলন গোস্বামী
উল্লেখ্য চার বছর আগেই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন শাহবাজ। বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারির জোর করায় জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দলে নেওয়া হয় তাঁকে। তবে সেইবারে ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। বরং মেলে 'বহিরাগত' তকমা। তারপর জাতীয় স্তরের ক্রিকেট ছেড়ে বাংলার ক্লাবে খেলতে আসেন হরিয়ানার ছেলে শাহবাজ় আহমেদ। এরপর একের পর এক ম্যাচে নজরকাড়া পারফরম্যান্সের পর ২০২২ সালে ফের ভারতীয় জার্সি গায়ে দেওয়ার সুযোগ হয় শাহবাজের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে মাঠে নামবেন তিনি।
আরও পড়ুন - বৃষ্টি বিঘ্নিত ম্য়াচে দুরন্ত টিম ইন্ডিয়া, ৬ উইকেট অজিদের হারিয় সিরিজে সমতা ফেরাল ভারত
আরও পড়ুন- কোন মাঠে হবে ২০২৩ ও ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল, ঘোষণা করল আইসিসি