KKR vs LSG- কেকেআর বনাম লখনউ, শেষ চারের ওঠার লড়াইয়ে কে করবে বাজিমাত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্য়াচে মুখোমুখি  কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)। একদিকে ম্যাচ জিতে শেষ চারের টিকিট প্রায় পাকা করা লক্ষ্য কেএল রাহুলের দলের। অপরদিকে ডু অর ডাই ম্যাচে জিততে মরিয়া শ্রেয়স আইয়রের দল। 
 

বুধবার আইপিএল সুপার ফাইটে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। এই ম্য়াচকে কোয়ার্টার ফাইনাল বললেও খুব একটা ভুল হবে না। কারণ একদিকে শেষ চারের টিকিট একশো শতাংশ নিশ্চিৎ করতে এই ম্যাচ থেকে জয় চাইছে কেএল রাহুলের দল। বর্তমানে ১৩ ম্য়াচে ৮টি জয় ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লখনউ। অপরদিকে, এই ম্য়াচ ডু অর ডাই কেকেআরের কাছে। বড় ব্যবধানে ম্যাচ জয়ের পাশাপাশি প্লে অফে উঠতে হলে শ্রেয়স আইয়রের দলকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। বর্তমানে ১৩ ম্যাচে ৬টি জয় ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে কেকেআর। প্রথম পর্বের ম্যাচে লখনউয়ের কাছে হারতে হয়েছিল কলকাতাকে। আজকের ম্যাত কেকেআর কাছে বদলারও। ফলে ২ পয়েন্ট ঘরে তুলতে মরিয়া নাইটরা। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে কেকেআর-
মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরপর দুটি জয় পেয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে কলকাতা নাইটরাইডার্সের। লখনউ সুপার জায়ান্টসের মত শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত শ্রেয়স আইয়রের দল। তবে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে চোটের কারণে অজিঙ্কে রাহানেকে পাচ্ছে না কেকেআর। যা ডু অর ডাই ম্যাচে বড় ধাক্কা। তবে ব্য়াটিং লাইনআপে নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেলদের ফর্ম ভরসা দিচ্ছে দলকে। বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়র ও রিঙ্কু সিংরা। বোলিং লাইনেও ছন্দে রয়েছেন উমেশ যাদব, টিম সাউদি, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা। রাসেলের অলরাউন্ড পারফরম্যান্স বড় শক্তি কেকেআরের। সব মিলিয়ে জয়ের হ্য়াটট্রিক করতে  ও শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখতে মরিয়া কেকেআর।

Latest Videos

জয়ে ফিরতে মরিয়া লখনউ-
গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচ না হারলে প্লে অফের টিকিট এতদিনে পাকা হয়ে যেত। আজ কেকেআরের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচের পুনরাবৃত্তি ঘটানোই লক্ষ্য কেএল রাহুলের দল। ব্য়াটিং লাইনআপে আরও একবার জ্বলে উঠতে বদ্ধপরিকর কুইন্টন ডিকক, কেএল রাহুল, দীপক হুডা, মার্কাস স্টয়নিসরা। ফর্মেও রয়েছেন তারা। অলরাউন্ড পারফর্ম করছেন জেসন হোল্ডার, মার্কাস স্টয়নি ও ক্রুণাল পাণ্ডিয়া। বোলিং লাইনআপেও মহসিন খান, দুষ্মান্তা চামিরা, আভেস খান, রবি বিষ্ণোইরা। কেকেআর ম্যাচের আগে অনুশীলনেও বাড়তি ঘাম ঝড়িয়েছে এলএসজি। শেষ ২ ম্য়াচের হার থেকে শিক্ষা নিয়ে জয়ে ফরিতে ও শেষ চারের টিকিট পাকা করতে মরিয় লখনউ সুপার জায়ান্টস। 

পিচ রিপোর্ট-
কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। এখানকার পিচ ব্যাটিং সহায়ক। তবে স্পিনাররাও কিছুটা সাহায্য পাবে উইকেট থেকে। রাতের খেলা হওয়ায় শিশির সমস্য়ার বিষয়টি মাথায় রাখতে হবে। দ্বিতীয় ব্যাটিংয়ের সময় শিশিরের একটা  বড় ভূমিকা থাকবে। ফলে রান চেজ করা সময় উইকেট ব্যাটসম্য়ানদের আরও সহায়ক হয়ে উঠবে। সমস্যা হবে বোলারদের। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তকে সঠিক মনে করা হচ্ছে।

ম্য়াচ প্রেডিকশন-
শ্রেয়স আইয়র ও কেএল রাহুলের দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলত ম্যাচের ভাগ্য নির্ধারিত করতে পারে। খাতায় কলমে দুই দলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে লখনউকে কিছুটা এগিয়ে রাখতেই হবে। দুই দলের সাম্প্রতিক ফর্মের বিচারে একটু এগিয়ে কেকেআর। তাই আজকের ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি। রাতের খেলায় টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাই আজকের ম্য়াচে যেই দল টস জিতবে তাদেরই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃএই ভারতীয় ক্রিকেটাররা হয়েছেন অভিনেতা, তালিকায় রয়েছে দুই বিশ্বকাপ জয়ী তারকা

আরও পড়ুনঃসকলেই অবিশ্বাস্য সুন্দরী, চিনে নিন পঞ্জাব কিংস ক্রিকেটারদের বউ ও প্রেমিকাদের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed