নতুন মেন্টর ডেভিড হাসি, বোলিং কোচ মিলস, বদলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স

Published : Oct 05, 2019, 06:08 PM IST
নতুন মেন্টর ডেভিড হাসি, বোলিং কোচ মিলস, বদলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স

সংক্ষিপ্ত

  নতুন কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্রেন্ডন ম্যাকালামকে এবার মেন্টর হিসেবে নাইট শিবিরে ফিরলেন ডেভিড হাসি বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হল কাইল মিলসকে শনিবার নতুন মেন্টর ও বোলিং কোচের নাম জানাল কেকেআর

আগামী মরসুমের জন্য দলে একাধিক পরিবর্তনের কথা যে তারা ভাবছেন সেটা আবারও পরিস্কার করে দিলেন শহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিছুদিন আগেই ব্রেন্ডন ম্যাকালামকে দলের নতুন কোচ হিসেবে বেছে নিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট। এবার দলের বোলিং কোচ হিসেবে বেছে নেওয়া হল নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার কাইল মিলসকে। একই সঙ্গে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টার হিসেবে যোগ দিচ্ছেন প্রাক্তন নাইট ক্রিকেটার ডেভিড হাসি। 

আরও পড়ুন - দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি, সব থেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রোহিতে শর্মার ব্যাটে

কলকাতা নাইট রাইডার্স কতৃপক্ষ মহা সপ্তমীতে টুইট করে এই খবর জানাল নিজেদের সরর্থকদের। কাইল মিলস নিউজিল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার। ম্যাকালামের সঙ্গে বেশ কয়েক বছরে খেলেছেন তিনি। তাই সতীর্থের সঙ্গে ভালই বোঝাপড়া রয়েছে নাইট কোচের। অন্য দিকে ডেভিড হাসি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের প্রথম দিকে খেলেছেন। 

 

আরও পড়ুন - লন্ডনে সফল অস্ত্রপচার হার্দিকের, মাঠে ফিরতে লাগবে প্রায় পাঁচ মাস
নাইট সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, ‘ডেভিড হাসি ও কাইল মিলসকে নাইট রাইডার্স পরিবারে স্বাগত। ওঁদের হাত ধরে আমাদের দলে অনেকটা অভিজ্ঞতা আসবে। কলকাতা নাইট রাইডার্স দলের পাশাপাশি ওঁদের অভিজ্ঞতা আমাদের অ্যাকাডেমির জন্যও মূল্যবান হতে চলেছে। ’

আরও পড়ুন - কেরল স্টেট গেমসে দুর্ঘটনা, মাথায় লোহার বল লেগে হাসপাতালে তরুণ স্বেচ্ছাসেবক
 

PREV
click me!

Recommended Stories

Suryakumar Yadav: শুধু টস করাই অধিনায়কের কাজ নয়! সূর্যকুমারের সমালোচনায় প্রাক্তন তারকা
Rivaba Jadeja: ভারতীয় ক্রিকেটারদের বদভ্যাস! আমার স্বামী সৎ, দাবি জাদেজার স্ত্রীর