দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি, সব থেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রোহিতে শর্মার ব্যাটে

  • সব থেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন রোহিত
  • একটি টেস্টে সব থেকে বেশি ছয় মারার রেকর্ড এখন হিটম্যানের
  • ওয়াসিম আক্রমের ১২টি ছক্কার রেকর্ড ভাঙলেন ভারতীয় ওপেনার
  • ওপেনার হিসেবে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি এল রোহিতের ব্যাটে

Prantik Deb | Published : Oct 5, 2019 11:11 AM IST / Updated: Oct 05 2019, 05:04 PM IST

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রোহিটের ব্যাট থেকে যখন চার নম্বর ছয়টা এল, তখন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যেই একটা রেকর্ড গড়ে ফেলেছিলেন হিটম্যান। সবাই অপেক্ষায় ছিলেন বিশ্ব ক্রিকেটের রেকর্ডটা দেখার জন্য। সেটা আসতেও বেশি সময় লাগল না। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের প্রয়োজন ছিল দ্রুত রান। অভিজ্ঞ ওপেনার যেন এদিন নিজেকে মেল ধরলেন একদিনের ক্রিকেটের ছন্দে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান এল রোহিতের ব্যাট থেকে। 

আরও পড়ুন - লন্ডনে সফল অস্ত্রপচার হার্দিকের, মাঠে ফিরতে লাগবে প্রায় পাঁচ মাস

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করার পাশাপাশি ৬টি ছয় মেরেছিলেন রোহিত। দ্বিতীয় ইনিংসে মারলেন ৭টি ছয়। মোট ১৩টি ছয়। এর আগে এক টেস্টে সব থেকে বেশি ছয় মেরেছিলেন পাকিস্তানের ওয়াসিম আক্রণ। ১২টি ছক্কা মেরেছিলেন ওয়াসিম। রোহিত একটি ছয় বেশি মারলেন। এর আগেই চার নম্বর ছক্কা মেরে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ছয় মারার রেকর্ড গড়েছিলেন রোহিত। তারপর বিশ্ব রেকর্ডটাও হল। 

আরও পড়ুন - কেরল স্টেট গেমসে দুর্ঘটনা, মাথায় লোহার বল লেগে হাসপাতালে তরুণ স্বেচ্ছাসেবক

ছয় মারার রেকর্ডের পাশাপাশি টেস্ট ক্রিকেটে আরও একটি রেকর্ড গড়লেন হিটম্যান। প্রথম টেস্ট ওপেনের হিসেবে দুই ইনিংসে শতরান এল ভারতীয় ওপেনার ব্যাট থেকে। টেস্টর দুই ইনিংসেই শতরান করা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্য রোহিত দ্বিতীয়। রোহিতের ব্যাটে ভর করে প্রথম টেস্টে জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় দল। সীমিত ওভারের ক্রিকেটে অভিজ্ঞ ওপেনার তিনি। টেস্ট ক্রিকেটেও নিজেকে প্রমাণ করলেন। অবস্থা বুঝে, নিজের খেলার গতি পরিবর্তনও করলেন। দক্ষিণ আফ্রিকার বোলাররা হয়তো ভাবছেন তাঁদের বিরুদ্ধেই রোহিতকে ওপেনার হিসেবে প্রথম ব্যবহার করতে হল। 

আরও পড়ুন - কড়া ভাষায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Share this article
click me!