ভারতীয় দলরে দরজা কী সত্যি বন্ধ তার জন্য, জল্পনার মধ্যে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা

ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) অবসর নিয়ে জল্পনা। গুঞ্জন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) দরজা বন্ধ হয়ে গিয়েছে তার জন্য। রঞ্জি ট্রফিতেও (Ranji Trophy)না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এবার তার অবসরের জল্পনা নিয়ে মুখ খললেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্য়ান।  
 

একদিকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ (India vs West Indies)। অপরদিকে আইপিএল ২০২২-এর মেগা নিলাম (IPL 2022 Mega Auction)। এই দুইয়ের মাঝে ভারতীয় ক্রিকেটে (Indian Cricket)সবথেকে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হল টিম ইন্ডিয়ার (Team India)টেস্ট দলের জার্সি গায়ে কী নিজের কেরিয়ারের শেষ ম্য়াচটা খেলে ফেলছেন বাংলার উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। কারণ চলতি সপ্তাহে ক্রিকেট মহলে জল্পনা ছড়িয়ে পড়ে ভারতীয় টেস্ট দলের (Indian Test Team)দরজা বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়েছে ঋদ্ধিকে। ভবিষ্যতের লক্ষ্যে  ভারতীয় দলের টিম ম্য়ানেজমেন্ট আর ঋদ্ধির কথা ভাবছে না। ৩৭ বছরের ঋদ্ধিমান সাহার পরিবর্তে  দল পরিচালন সমিতি মনে করছে, দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দক্ষিণের কে এস ভরতের কথাই ভাবা হবে।  শোনা যাচ্ছে, বিসিসিআইঅয়ের নির্বাচক মণ্ডলীরও এ ব্যাপারে সহমত হয়েছে। তাকপরই প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কী ঘরের মাঠিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টই ছিল ঋদ্ধির কেরিয়ারের শেষ ম্য়াচ। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুললেন ঋদ্ধিমান সাহা।

Latest Videos

বাংলার উইকেট রক্ষক ব্য়াটসম্য়ানের ক্রিকেট কেরিয়ার নিয়ে শেষ ২-৩ দিনের জল্পনার মধ্যে ঋদ্ধির বক্তব্য দল আরও কিছুটা ঘোলা করেছে তা বলাই চলে। তাকে টিম ইন্ডিয়ায় আর সুযোগ দেওয়া হবে না, এই বিষয়ে সরসারি কোনও উত্তর না দিয়ে খেয়ালি করেছেন ঋদ্ধি। তিনি বলেছেন, 'যারা এই বিষয়টি বলেছে, তারা বলতে পারবে কোথা থেকে জেনেছে।'  ঋদ্ধি বলছেন,'দলে কে থাকবে না থাকবে, সেটা নির্বাচকদের ব্যাপার। আমি আগাম এ সব নিয়ে কিছু বলতে পারি না।' যোগ করছেন,'প্রত্যেক বার দল নির্বাচনের পরেই আমি প্রস্তুতি নিতে শুরু করি। এ বারও সে রকমই পরিকল্পনা রয়েছে।'  ঋদ্ধির এহেন মন্তব্য শুনে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন যা রটেছে তার কিছু তো ঘটছে। 

জল্পনা আরও দানা বেঁধেছে ঋদ্ধিমান সাহার বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে না খেলার সিদ্ধান্ত। কারণ এর আগে ভারতীয় দলে থাকলেও সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেটেও মাঠে নেমেছেন ঋদ্ধি। কিন্তু এবার কী আর রঞ্জি খেলার কোনও তাগিদ  নেই বলেই কী সরে দাঁড়িয়েছেন তারকা উইকেট রক্ষক ব্য়াটসনম্যন। যদও সরাসরি এই বিষয়ে এখনও কোনও মুখ খোলনেনি ঋদ্ধি। ব্যক্তিগত সিদ্ধান্ত বলেছেন তিনি। ঋদ্ধির কথায়,'আমার রঞ্জিতে না খেলতে চাওয়ার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। একেবারে ব্যক্তিগত কারণে আমি রঞ্জি ট্রফি খেলছি না।' সিএবির তরফ থেকেও সরসারি এই বিষয়ে মুখ খোলা হয়নি। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার বক্তব্যও খুব দায়সারা। তিনি বলেছেন, 'এখনও পর্যন্ত এটি একটি মিডিয়া রিপোর্ট। জানি না, ঋদ্ধিকে ঠিক কী বলা হয়েছে। সব কিছু জেনেবুঝে তবেই মন্তব্য করব।'

আরও পড়ুনঃকত কোটি টাকা নিয়ে নিলামের লড়াইয়ে নামছে আইপিএলের ১০টি দল, জেনে নিন এক ঝলকে

আরও পড়ুনঃশনি-রবি আইপিএলের মেগা নিলাম, তার আগেই ১০ দলের শক্তি বাড়িয়েছে এই তারকারা

আরও পড়ুনঃআইপিএলে নিলামে কাদের দলে নিতে পারে কিং খানের কেকেআর, দেখে নিন তালিকা

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৪০ টি টেস্ট ম্য়াচ খেলেছেন ঋদ্ধিমান সাহা। ১৩৫৩ রান করেছেন ২৯.৪১ গড়ে। ৩টি টেস্ট শতরান ও ৬টি অর্ধশতরানও রয়েছে তার ঝুলিতে। সর্বোচ্চ স্কোর ১১৭। একদিনের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে খুব একটা সুযোগ পাননি ঋদ্ধি। ৯টি ম্য়াচে করেছেন ৪১ রান। আইপিএলে ১৩৩ ম্য়াচে ২১১০ রান করেছেন ঋদ্ধিমান সাহা। একটি শতরান ও ৮টি অর্ধশতরান রয়েছে তার।

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today