ইডেনে নিজের শতরানের ছবি দেখে দাঁড়িয়ে পড়লেন সৌরভ, তারপর কী করলেন

ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে নিজের শতরানের ছবি দেখে নস্টালজিক (Nostalgic) হয়ে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই ছবি শেয়ার করলেন তিনি। 
 

Asianet News Bangla | Published : Mar 23, 2022 6:07 AM IST

ক্রিকেটকে বিদায় জানানোর পর কেটে গিয়েছে এক যুগেরও বেশি সময় বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্টর (BCCI President) পদে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। প্রায় ৩ বছর  ধরে সাফল্যের সঙ্গে সামলাচ্ছেন গুরু দায়িত্ব। নানা গাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এই ভূমিকাতেও সফল বাংলার 'মরাহাজ'। কিন্তু নিজের ক্রিকেট জীবনের নস্টালজিয়া যে এখনও কাতে তাড়া করে সেই প্রমাণও মিলেছে বারবার। কখনও নিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিনে শেয়ার করেছেন পুরোনো ছবি। এবার কাজের সূত্রে ইডেন গার্জেন্সে এসে ফের একবার নস্টালজিক (Nostalgic) হয়ে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পাকিস্তানের  (Pakistan) বিরুদ্ধে চার শতরানের ছবি দেখে কিছুটা থমকে দাঁড়িয়ে পড়েন তিনি। তারপর নিজের ছবির সঙ্গেই তুললেন একাধিক সেলফি।

সালটা ২০০৭। গ্রেগ চ্যাপেল জমানায় দল থেকে বাদ পড়ার ফের লড়াই দলে ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটে কেরিয়ারের শেষ লগ্নে চলে আসলেও তখনও নিজেকে  প্রমাণ করার লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে সৌরভ গঙ্গপাধ্য়ায়কে। পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে চলচিল টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের ঘরের মাঠে একটিও সেঞ্চুরি না থাকার আক্ষেপটা কিছুতেই যাচ্ছিল না সৌরভের। পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে আরও একবার চলে আসে সেই সুযোগ। আর সেটাকে কাজে লাগাতে কোনও ভুল করেননি সৌরভ।  পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ১৫৬ বলে ১০২ রান করেছিলেন সৌরভ। ম্য়াচে প্রথম ইনিংসে ভারত ৬১৬ রান করে ভারত। ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৫৬ রান তুলেছিল। ভারত ৩৪৫ রানের লক্ষ্য রাখে পাকিস্তানের সামনে। ২১৪ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। সেই অবস্থায় ম্যাচ শেষ হয়। ড্র হয়ে যায় ইডেনের টেস্ট। ইডেন গার্ডেন্সে কলকাতার দর্শকদের সামনে সৌরভের সেঞ্চুরির পর সেলিব্রেশন এখনও স্মৃতির মণিকোঠায় সকলের টাটকা। সৌরভেরও কাছেও অনুভূতিটা সেই একই। তাইতো ইডেনে সেই সেঞ্চুরির ছবি দেখে কিছুটা ডাউন মেমোরি লেনে ফিরে গেলেন সৌরভ। ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশেন লেখেন, ‘ইডেনে এই ছবিটা দেখলাম। এই মাঠে আমার শতরানের পর। দারুণ স্মৃতি।’    

Latest Videos

 

 

প্রসঙ্গত, নিজের আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে ১১৩টি ম্যাচ খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। মোট রান ৭ হাজার ২১২। সেঞ্চুরি করেছেন ১৬টি, ডবল সেঞ্চুরি একটি ও অর্শশতরান ৩৫টি। সর্বোচ্চ স্কোর ২৩৯। গড় ৪২.১৮।  পাশাপাশি একদিনের ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সাফল্য আরও বেশি। ভারতের হয়ে ৩১১টি একদিনের ম্য়াচ খেলেছেন সৌরভ। মোট রান ১১ হাজার ৩৬৩। সেঞ্চুরি ২২টি ও হাফ সেঞ্চুরি ৭২টি। সর্বোচ্চ স্কোর ৮১৩। গড় ৪০.৭৩। 

আরও পড়ুনঃদিল্লি ক্য়াপিটালসের নেটে অদ্ভূত শট মারলেন যশ ধুল, মুহূর্তে ভাইরাল ভিডিও

আরও পড়ুনঃনতুন মরসুমে টার্গেট থেকে আরসিবিতে ডুপ্লেসির অধীনে খেলা, সবকিছু নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

আরও পড়ুনঃআইপিএল ইতিহাসে সবথেকে বেশি ছয় মেরেছে যে ব্যাটসম্য়ানরা, দেখে নিন প্রথম ১০-এর তালিকা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত আমরা দীপাবলি পালন করব না' মন্তব্য শুভেন্দুর | Suvendu Adhikari
বোমাতঙ্ক! Bhatpara-এ বিজেপি নেতার বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে ওটা কী পড়ে! দেখুন | Bhatpara News Today
স্বপ্নাদেশে দেখা কালী! ৪৫০ বছর পর Nabadwip-এ এখনও চলে তন্ত্রমতে চক্ষুদান! | Kali Puja 2024 | Nadia
Gosaba-র আমলামেথি এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে ধৃত ১০! ঘটনার জেরে উত্তাল গোটা এলাকা
'যে রাজ্যে শিল্প স্বাস্থ্য শিক্ষা অধঃপতনে সেই রাজ্যের কোনদিন উন্নতি হতে পারে না' বিস্ফোরক শান্তনু