ঝগড়া থেকে প্রেম, দাম্পত্য জীবনের নানা গোপন তথ্য ক্যুইজ শো-তে জানালেন বিরুষ্কা

  • ব্যস্ততার কারণে একে-অপরকে খুব একটা সময় দিতে পারেন না
  • কিন্তু করোনা ভাইরাসের জেরে লকডাউন সেই সুযোগ করে দিয়েছে
  • আগের থেকে অনেক বেশি কাছে এসেছেন বিরাট ও অনুষ্কা জুটি
  • এবার সোশ্যাল মিডিয়ায় এক মজাদার ক্যুইজ শো খেললেন বিরুষ্কা
     

সেলেবদের হাঁড়ির খবর জানার ইচ্ছে কম বেশি থাকে সকলেরই। আর সেই সেলেব জুটি যদি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা হয়, তাহলে সোনায় সোহাগা। কাজের জন্য ব্যস্তরা কারণে বিয়ের পরও একটানা দুজনকে ততটা সময় দিতে পারেননি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কিন্তু করোনা ভাইরাস মহামারীর জেরে সেই সুযোগটা পেয়ে যান সেলেব দম্পতি। একটানা প্রায় ৫ মাস একসঙ্গে কাটালেন বিরুষ্কা জুটি। গোটা লকডাউন পর্বে সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের একাধিক সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন। যা বেশ মনে ধরেছিল নেটাগরিকদের। আর সেই সকল পোস্ট থেকেই সহজেই বোঝা যায় যে তাদের মধ্যে সম্পর্কের রসায়ব কতটা ভাল। তবে এবার আইপিএল শুরুর আগে স্ত্রী অনুষ্কার সঙ্গে ইন্টারেক্টিভ গেম খেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক৷ বুধবার ইনস্টাগ্রামে এই গেমের একটি ভিডিও পোস্ট করেন বিরাট কোহলি৷ যার ক্যাপশনে ভারত অধিনায়ক লেখেন,'আমাদের সঙ্গে এই মজা এবং ইন্টারেক্টিভ টেকএব্রেক সেশনে কে আরও ভালো জেনে নিন৷ আশাকরি আপনারা উপভোগ করবেন এবং কে বিজয়ী তা খুঁজে বের করবেন৷ কারণ আমি পারিনি!'

আরও পড়ুনঃআইসিসির চেয়ারম্যান নির্বাচনের পদ্ধতি নিয়ে বিবাদ বিসিসিআই ও পিসিবির

Latest Videos

সম্পূর্ণ মজাদার গেমটিতে একে অপরকে ভাল করে ঝালিয়ে নেন দুজন যে তারা একে অপরকে কতটা ভাল  করে চেনেন।  ভিডিও-তে ভারত অধিনায়ক এবং বলি অভিনেত্রী একে অপরকে তাঁদের পেশা এবং তাঁদের ব্যক্তিগত পছন্দ নিয়ে ও কিছু সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করেন৷ তাঁদের হাস্যকর উত্তর ফ্যানের মনে বেশ কিছু প্রশ্নের জন্ম দেয়৷ যেখানে অনুষ্কা প্রমাণ করেন যে, তাঁর ক্রিকেট সম্পর্কে খুব ভালো জ্ঞান রয়েছে৷ আর বিরাট বলিউড সম্পর্কে একটি প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হন৷ ফলে প্রথম রাউন্ডে হেরে যান কোহলি৷ তার পরের রাউন্ডে পরস্পরের পছন্দ-অপছন্দ, ভাল লাগা মন্দ লাগার কথা শেয়ার করেন। সেখানে অবশ্য সেয়ানে-সেয়ানে টক্কর হয়। আর শেষ রাউন্ডে একে অন্যের বিষয়ে কী মত তাঁদের, সেই অগ্নিপরীক্ষা হয়। আর তখনই এককথায় বিরাট মেনে নেন ঝগড়া হলে আগে ‘সরি’ বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা অনুষ্কাই করেন। সঙ্গে তিনি এও মনে করেন, তাঁর চেয়ে বেশি দুনিয়াকে বদলে ফেলার ক্ষমতা ও দক্ষতা রয়েছে অনুষ্কারই। সবমিলিয়ে করোনা আবহে পরস্পরকে আরও গভীরভাবে চিনছেন বিরুষ্কা। খুব শীঘ্রই আইপিএল খেলার জন্য আরব আমিরশাহি উড়ে যাবেন বিরাট কোহলি। দীর্ঘ সময় পর আবার অনুষ্কা শর্মার থেকে দূরে যাবেন বিরাট। যদিও অনুষ্কা শর্মা বিরাটের সঙ্গে যাবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কিন্তু বিরাট যে আবার ব্যস্ত জীবনে ফিরতে চলেছে তা একপ্রকার নিশ্চিৎ। তার আগে বিরুষ্কার এই মজাদার গেম বেশ মনে ধরেছে তাদের কোটি কোটি অনুগামী, ভক্ত ও শুভাকাঙ্খীদের।

 

 

আরও পড়ুনঃমাঠেই রেফারিকে লাথি-ঘুষি রাশিয়ার প্রাক্তন অধিনায়কের, গুরুতর আহত রেফারি, দেখুন ভাইরাল ভিডিও

আরও পড়ুনঃকাঁধে অপারেশন ডাচ ডিফেন্ডার দি লিট-এর, ৩ মাস থাকতে হবে মাঠের বাইরে


 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News