Durga Puja: পকসো মামলায় কয়েদি শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে

 পকসো মামলায় জেল খাটা শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পূজিত হবে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে। দুর্গা প্রতিমা তৈরীর পর পরই কোনও এক অলৌকিক ক্ষমতার দ্বারাই  সংশোধনাগার থেকে জামিনে মুক্ত হন বলেই দাবী রাজু সরকারের।

 

 

Asianet News Bangla | Published : Oct 8, 2021 6:37 AM IST

 পকসো মামলায় (Pokso Case) জেল খাটা শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা (Durga  Idol)পূজিত (Durga Puja 2021) হবে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে ( Balurghat Central Jail) । দুর্গা প্রতিমা তৈরীর পর পরই কোনও এক অলৌকিক ক্ষমতার দ্বারাই  সংশোধনাগার থেকে জামিনে মুক্ত হন বলেই দাবী রাজু সরকারের (Raju Sarkar)।

আরও পড়ুন, Durga Puja 2021: সর্বমঙ্গলা মায়ের ঘট আনার মাধ্যমেই শারদ উৎসবের সূচনা বর্ধমানে

Latest Videos

বছরের অন্যান্য সময় মন খারাপ হলেও পুজোর কয়েকটা দিন আরোও বেশি করে মন খারাপ হয় ওদের। উঁচু প্রাচীরের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার। চার দেওয়ালে বন্দী সংশোধনাগারের আবাসিকদের মন খারাপের কথা চিন্তা করে কয়েক বছর আগে দুর্গাপুজো শুরু করেন  সংশোধনাগার কতৃপক্ষ। ২০১৭ সালে ঘটনা ক্রমে পকসো মামলায় বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী জীবন শুরু হয় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের খুশিপুরের বাসিন্দা রাজু সরকারের। সেই সময়ই নিজের জীবনের খারাপ সময় থেকে মুক্তি পেতে সংশোধনাগারের ভেতরেই দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু করেন বন্দী রাজু সরকার। রাজু সরকারের দাবি, দুর্গা প্রতিমা তৈরীর পর পরই কোনও এক অলৌকিক ক্ষমতার বলে কিছুদিনের মধ্যেই জামিনে মুক্ত হন সংশোধনাগার থেকে। বর্তমানে আদালতের রায়ে সেই মামলা থেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি মিলেছে তার।

আরও পড়ুন, Durga Puja 2021: দক্ষিণ কলকাতার সেরা ২০ দুর্গা পুজো, তাক লাগাবে সাবেকিয়ানা আর সমকালীনের ফিউশন

সংশোধনাগার থেকে মুক্তি মিললেও প্রত্যেক বছরই দুর্গাপুজার প্রাক্কালে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার থেকে দুর্গা প্রতিমা তৈরীর ডাক মেলে রাজু সরকারের। বর্তমানে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে আবাসিক বন্দির সংখ্যা ৮০২ জন তাদের মধ্যে মহিলা রয়েছেন ১০১ জন এছাড়াও রয়েছে ৭ জন শিশু। একটা সময় দুর্গাপুজোর দিনগুলিতে চার দেওয়ালের মাঝে আটকে থাকা বন্দীদের মন অত্যন্ত খারাপ থাকতো। বর্তমানে সংশোধনাগারের ভেতরেই দুর্গাপূজা শুরু হওয়ায় অত্যন্ত খুশী বন্দি আবাসিকেরা। সাবেকি রূপেই একসময়কার বন্দি আবাসিক রাজু সরকারের হাতে তৈরি দুর্গা প্রতিমা এবারও পূজিত হবে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে। শিল্পী রাজু সরকারের প্রতিবেশী রেখা মন্ডল বলেন, রাজু দুর্গা প্রতিমা তৈরি করে। তাঁর তৈরি প্রতিমা বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার পূজিত হয়। প্রত্যেকবার তাঁর কাছে প্রতিমা তৈরির বরাত আসে। 

আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

Share this article
click me!

Latest Videos

Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
উত্তপ্ত রায়দিঘি! আবাস তালিকা নিয়ে তৃণমূল-নির্দলের তুমুল সংঘর্ষ | South 24 Parganas News Today
'তৃণমূলের একটাই লক্ষ্য কাটমানি খাওয়া' ভরা মঞ্চে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
পরকীয়া! নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ! বোলপুরে TMC নেতার মৃত্যুতে রহস্য! গ্রেফতার ৫ | TMC News