পাহাড়ে একান্তে রোহন-সৃজলা! ভাঙা প্রেম জোড়া লাগছে?

বুঝি বিরহ আজ মধুর হল মিলনে! রোহন ভট্টাচার্য-সৃজলা গুহর ইনস্টাগ্রাম বলছে, দু’জনেই পাহাড়ে। এক সঙ্গে? বছর শেষে খুশির খবর...

বছর শেষে খুশির খবর! গুঞ্জন, সমস্ত তিক্ততা ভুলে রোহন ভট্টাচার্য আর সৃজলা গুহ নাকি ফের এক হতে চলেছেন। কেন এমন গুঞ্জন? টেলিপাড়া বলছে, তিনটি কারণে। এক, রোহনের জন্মদিনে সৃজলা নাকি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন। দুই, স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র ৩। এই রিয়্যালিটি শো-এর মঞ্চে সৃজলা এসেছিলেন। এই নাচের শো-এরই সঞ্চালক রোহন ওরফে ‘ভাসান বাপি’। সৃতলা তাঁর বেলি ডান্স-এ দর্শকদের নজর তো কেড়েইছেন। তবে চর্চা হয়েছে, তাঁর আর রোহনের হাত মেলানো দেখে। নিন্দুকেরা যতই বলুক, পুরোটাই দেখনদারি। অনুরাগীদের আশা, দেখনদারিতেও বাড়তি জৌলুস ছিল। মিলছেন তাঁরা মিলছেন...

তৃতীয় কারণ আরও একটু জোরালো। ইনস্টাগ্রামে দু’জনেই নিজের নিজের ছবি দেন। সেখানে দেখা গিয়েছে, দুই অভিনেতাই পাহাড়ে! পটভূমিকা হয়তো হুবহু এক নয়। দু’জনে এক ফ্রেমও ভাগ করে নেননি। তবু....! এ দিকে রিয়্যালিটি শো-তে তাঁর নাচ নিয়ে বলার সময় এক সংবাদমাধ্যমকে সৃজলা জানিয়েছিলেন, তিনি পাহাড়ে বেড়াতে গিয়েছেন। ঠিক সময় রোহনও ছিলেন পাহাড়েই! ফলে, দুইয়ে দুইয়ে চার করতে বেশি সময় নিচ্ছেন না ছোট পর্দার দুই তারকার ভক্তরা। তবে ধন্দও রয়েছে। সম্প্রতি, সৃজলার কাল্পনিক প্রেমিক শন বন্দ্যোপাধ্যায়ও নাকি বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে। অন্তত তাঁর ভাগ করে নেওয়া ছবি তা-ই বলছে। এখানেই প্রশ্ন, সৃজলা তা হলে কোন নায়কের সঙ্গে গিয়েছিলেন? নাকি তিনি একাই ছিলেন?

Latest Videos

 

অনুরাগীরা যদিও আন্তরিক ভাবেই চাইছেন রোহন-সৃজলার আবার মিল হোক। এক সঙ্গে যুগলে টানা ছ’বছর এক ছাদের নীচে সহবাস করেছেন। তাঁদের আবার এক ফ্রেমে তাই দেখতে চান সবাই। পেশায় মডেল সৃজলা বিনোদনের দুনিয়ায় আসেন অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের মন ফাগুন ধারাবাহিক দিয়ে। সেখানেই তাঁর বিপরীতে সুপ্রিয়া দেবীর নাতি শন ছিলেন। ধারাবাহিক যত এগিয়েছে ততই নাকি পর্দায় গাঢ় হয়েছে তাঁদের রোমান্স। গুঞ্জনও ছড়িয়েছে টেলিপাড়ায়। পরে রোহন এবং সৃজলা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তাঁরা বিচ্ছিন্ন। পুরোটাই ব্যক্তিগত সমস্যার কারণে। এই বিচ্ছেদে তৃতীয় কোনও ব্যক্তির ইন্ধন নেই!

যদিও তাঁদের এই সাফাই বিশ্বাস করেননি অনুরাগীরা। বিচ্ছেদের খবরে মুষড়ে পড়েছিলেন তাঁরা। একের পর এক নয়া তথ্য ফের তাঁদের চাঙা করে তুলেছে। আপাতত এটাই দেখার, যতটা চারিদিকে রটেছে বাস্তবেও কি ঠিক ততটাই ঘটবে?

 

আরও পড়ুন

Uunchai ছবিতে প্রেম -সলমন খান কেউ নেই, কিন্তু কেন নিজেথেকে আসা ভাইজানকে ফিরিয়েছিলেন সুরজ

ছিঃ ছিঃ! ঘনিষ্ঠ অবস্থায় চরম রোম্যান্সে মত্ত সলমন, হাতেনাতে ধরা পড়ে হাল খারাপ হয়েছিল ভাইজানের

৮০-তে এভারেষ্ট জয়! পরিণীতির হাত ধরে আরও এক বার জিতে গেলেন অমিতাভ বচ্চন

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today