‘বাইরে কাজ করেই শিবপ্রসাদের সিদ্ধান্ত, কেবল উইন্ডোজেই থাকব’, জুটির ২৫ বছরে ফাঁস নন্দিতার

পরিচালনার পাশাপাশি দুর্দান্ত অভিনেতাও। জুটির ২৫ বছরে নন্দিতা রায়ের তাই দাবি, শুধু উইন্ডোজ কেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায় অন্যত্রও কাজ করুন!

প্রথম জন মাতৃসম। বয়স ষাটের শেষাশেষি। অন্য জন তরুণ তুর্কি। বয়স? চির নবীন! নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। বিনোদন দুনিয়াকে সমৃদ্ধ করতেই পরিচালনায় গাঁটছড়া। দেখতে দেখতে সেই গাঁটছড়ার ২৫ বছর! শুভেচ্ছা জানাতে এশিয়ানেট নিউজ বাংলা ফোন করেছিল। ও প্রান্তে নন্দিতার হাসামাখানো গলা, ‘‘আমারই খেয়াল ছিল না। বৃহস্পতিবার প্রযোজনা সংস্থা উইন্ডোজ ফেসবুকে প্রথম জানায়। আমাকেও। শুনে একটু চমকেই গিয়েছিলাম। এই তো সে দিন আমি আর শিবু কাজ শুরু করলাম! এর মধ্যে ২৫ বছর?’’

শুরুতেই বয়স উল্লেখের কারণ আছে। নন্দিতাকে প্রশ্ন ছিল, এক জন মাতৃসম। অন্য জন এ যুগের। এই অসম বয়স-ই ২৫ বছর বেঁধে রাখল জুটিকে? মেনে নিয়েছেন পরিচালক। তাঁর দাবি, ‘‘অবশ্যই। বড় হওয়ার অনেক দায়। বড় হওয়ার অনেক সুবিধেও। শিবু রেগে গেলেও আমি চট করে রাগী না। ঝগড়াও করি না। বরং ওকে জায়গা ছেড়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। দু’জনেই দু’জনায় সমৃদ্ধ। আবার দরকারে শিবুকে নিজের মতো করে গড়েও নিয়েছি। মাতৃসম নই, আমি উইন্ডোজের বাকিদের মতোই শিবুর-ও মা।’’ আর তাই শিবপ্রসাদের ইচ্ছে-অনিচ্ছের দাম দেন। নিজেদের মতামত সহজেই ভাগ করে নিতে পারেন। পরস্পর পরস্পরকে খুব ভাল বোঝেন। ফলে, আজ পর্যন্ত কোনও অসুবিধেয় পড়েননি।

Latest Videos

 

 

এই বোঝাপড়া এক দিনে হয়নি। প্রথম দিন থেকেও হয়নি। তখন নিশ্চয়ই শিবুকে নন্দিতা বকেছেন? প্রশ্ন শুনেই হাসি। অন্যতম পরিচালকের যুক্তি, ‘‘কাজ করতে গেলে ঠোকাঠুকি লাগবে না, ঝগড়া হবে না! হয়? আমাদেরও হয়েছে। হ্যাঁ, শিবুকে বকেছি। তবে ওই যে, বড় তো! অনেক কিছু সামলে নিতে জানি। শিবু রাগলে আমি তখন সমে। তবে নিশ্চয়ই বকুনি খেয়ে শিবুর খারাপ লেগেছে।’’ তার জেরেই ‘ইচ্ছে’, ‘অলীক সুখ’, ‘রামধনু’, ‘মুক্তধারা’, ‘গোত্র’, ‘প্রাক্তন’, ‘হামি’, ‘বেলাশুরু’-র মতো ব্লকবাস্টার হিট। উইন্ডোজের প্রযোজনায় পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়-স্বাতীলেখা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্তর মতো জুটির জৌলুস। পরিচালক জুটির এক জন নারী, এক জন পুরুষ বলেই হয়তো এই সাফল্য! কৌতূহল ছিল এশিয়ানেট নিউজ বাংলার। এ বারে স্পষ্ট অস্বীকার, ‘‘এটা দুটো মানুষের বোঝাপড়া। দুই অসম লিঙ্গের নয়। এক টানা অনেক বছর এক সঙ্গে থাকলে এই অনুভূতি তৈরি হয়ে যায়। সেটা দু’জন নারী, পুরুষের মধ্যেও হতে পারে। নারী-পুরুষ হতে হবে এমন কথা নেই।’’

পরিচালনার পাশাপাশি শিবপ্রসাদ দক্ষ অভিনেতাও। ‘রামধনু’, ‘কণ্ঠ’, ‘হামি’ প্রমাণ। এটা সুবিধের না অসুবিধের নন্দিতার কাছে? ফের মায়ের মতোই অনুযোগ, ‘‘শিবু যতটা ভাল পরিচালক তার থেকেও দুর্দান্ত অভিনেতা। তাই, সুযোগ পেলেই ওকে ক্যামেরায় ধরি। মন থেকে চাই, ও আরও বেশি অভিনয় করুক। অন্য প্রযোজনা সংস্থাতেও। কত বার বলেছি, তুমি বাইরেও কাজ করো। এতে অভিনেতা হিসেবে তোমার পরিচিতি বাড়বে। অল্প কয়েকটি কাজ করেছে। তার পরেই বলেছে, আমি উইন্ডোজের হয়েই কাজ করব। কেন বলেছে? সেটা শিবুই ভাল বলতে পারবে।’’ ২৫ বছরের উদযাপন নিশ্চয়ই হবে? পরিচালকের মতে, ছবি পরিচালনাই তাঁদের উদযাপন। খুব শিগগিরিই জুটি নতুন কাজে হাত রাখতে চলেছেন।

আরও পড়ুন: 
'কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা-কাকার মৃত্যু! একার দায়িত্বে সংসার ধরে রেখেছিলেন মা'- শিবপ্রসাদ মুখোপাধ্যায় 
বড় দিনে বাংলা ছবির রাজপাট? ‘হত্যাপুরী’, ‘হামি ২’, ‘প্রজাপতি’র দাপটে কোণঠাসা রণবীর-দীপিকা! 
মিউজিকাল ট্রেলার প্রকাশ্যে, জৌলুস বাড়াতেই কি ‘হামি’র থেকেও ‘হামি ২’ বেশি তারকাময়?  

 

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik