Ridhima Ghosh: গৌরবের সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেন ঋদ্ধিমা, জানালেন শীঘ্রই পরিবারে আসছে নতুন সদস্য

সঙ্গে ক্যাপশনে লেখেন, Even miracles takes a little time. Baby coming soon. জানা গিয়েছে, চলতি বছর সেপ্টেম্বরেই মা হবে ঋদ্ধিমা।

খাটের ওপর শুয়ে আছেন ঋদ্ধিমা। অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে বিছানায় তুললেন বেশ কিছু রোম্যান্টিক ছবি। আর সদ্য সেই সকল আদুরে ছবি পোস্ট করলেন ঋদ্ধিমা। বিয়ের ৬ বছরের মাথায় ঋদ্ধিমা ও গৌরবের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বেশ কিছুদিন আগেই মা হওয়ার কথা জানান ঋদ্ধিমা। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিজের অনুভূতির কথা। আর এবার শেয়ার করলেন মেটারনিটি ফোটোশ্যুটের ছবি।

কদিন আগে যদিও মেটারনিটি ফোটোশ্যুটের ছবি প্রথম শেয়ার করেন। তবে, এই প্রথম গর্ভবতী অবস্থায় বরের সঙ্গে রোম্যান্টির ছবি তুললেন ঋদ্ধিমা। ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঋদ্ধিমা পরেছেন কালো রঙের বডি কন পোশাক। আর গৌরব পরেছেন সাদা টিশার্ট ও জিন্স। কোনও ছবিতে দেখা যাচ্ছে, খাটে শুয়ে একে অপরের দিকে তাকিয়ে আছেন। তো কোনও ছবিতে রোম্যান্টিক ভাবে নিজের ভালোবাসা ব্যক্ত করেছেন গৌরব।

Latest Videos

এমন ছবি পোস্ট করেন ঋদ্ধিমা। সঙ্গে ক্যাপশনে লেখেন, Even miracles takes a little time. Baby coming soon. জানা গিয়েছে, চলতি বছর সেপ্টেম্বরেই মা হবে ঋদ্ধিমা। ফলে দুজনের ব্যস্ততা এখন তুঙ্গে। এদিকে, কদিন আগে প্রেগনেন্সির ছবি শেয়ার করে ঋদ্ধিমা লিখেছেন, তুমি + আমি = তিন। সঙ্গে জুড়ে দিয়েছেন হার্টের ইমোজি।

আপাতত কাজ থেকে দূরে আছেন ঋদ্ধিমা। তবে, গৌরব কাজ করছেন জমিয়ে। সদ্য মুক্তি পেল তাঁর অভিনীত আবার প্রলয়। এই ওয়েব সিরিজ পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। এই সিরিজের এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে গৌরব কে। সিরিজে শাশ্বত।চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, দেবাশিস মণ্ডল, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষের মতো তারাকারা।

 

 

গল্পে দেখা গিয়েছে সুন্দরবনের নারী পাচার আটকাতে বদ্ধপরিকর শাশ্বত। এই অন্যায় রুখতে গিয়ে তাঁর সামনে আসবে একের পর এক সত্য। সবার আগে রুবেলের খুনের মামলা আসে তার সামনে। খুনের অনুসন্ধান করতে গিয়ে তিনি পৌঁছাবেন সুন্দরবনের এক বাবার কাছে। একে একে খুলবে নানান রহস্যের জট। একটি সমস্যার জট খুলতে গিয়ে একাধিক সমস্যা বেরিয়ে আসবে। সুন্দরবনের কাহিনি নিয়ে এল আবার প্রলয়। সিরিজে প্রথম নেতিবাচক চরিত্রে দেখা দিলেন হবু বাবা গৌরব। চেনা ছকের বাইরে গিয়ে অভিনয় করতে দেখা গিয়েছে গৌরবকে।

 

আরও পড়ুন

Nora Fatehi: বাড়ছে বিপদ, জ্যাকলিনের নামে করা মানহানি মামলার জবানবন্দি রেকর্ড করলেন নোরা ফতেহি

১৯ বছর পর এক সঙ্গে, সত্যিই কি স্ক্রিন শেয়ার করবেন রবিনা টন্ডন ও অক্ষয় কুমার?

Rakhi Sawant: রাখির নগ্ন ভিডিও বিক্রি করেছেন ৪৭ লক্ষ টাকা দিয়ে, প্রাক্তন স্বামীর আদিলের বিরুদ্ধে অভিযোগ নায়িকার

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar