গায়ক থেকে অভিনেতা হলেন বাদাম কাকু, সিরিয়ালে অভিনয় করবেন ভুবন বাদ্যকর

সরাসরি ছোদ পর্দায় দেখা দেবে ‘কাঁচা বাদাম’ গানের বাদাম কাকু। জানা গিয়েছে, মাস খানেক আগে শ্যুটিং শুরু করেছিলেন তিনি। সিরিয়ালে এক মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছেন বাদাম কাকু।

‘কাঁচা বাদাম’ গান শোনেননি এমন কাউকে খুঁজে পাওয়া দায়। পছন্দ হোক বা না হোক- নিছক বিনোদনের রসদ পেতে কাঁচা বাদাম গান শুনেছেন সকলে। এক সময় নানান কারণে বারে বারে খবরে আসতেন কাঁচা বাদাম গানে গায়ক ভুবন বাদ্যকর। কখনও তাঁর জীবনযাত্রা। কখনও আর্থিক কষ্ট কিংবা কখনও তাঁর বিতর্কীত মন্তব্যের কারণে বারে বারে খবরে আসেন বাদাম কাকু।

কয়েক মাস আগে তিনি বলেন, ‘কাঁচা বাদাম’ গান চুরি হয়েছে। সেই নিয়ে তোলপাড় হয় নেট দুনিয়া। হাজার জলঘোলার পর আপাতত চাপা পড়েছে। বীরভূমের এক মিউজিক স্টুডিওর মালিক নাকি নামমাত্র টারা দিয়ে তাঁকে ঠকিয়ে গানের কপিরাইট নিয়েছেন বলে তিনি দাবি করেন। এই কারণে আইনের দারস্থ হন তিনি। বর্তমানে তার কেস চলছে। সে যাই হোক এবার বিশেষ এক কারণে খবরে এলেন ‘কাঁচা বাদাম’ গানের বাদাম কাকু। জানা গিয়েছে, তিনি শীঘ্রই পা রাখবেন অভিনয় জগতে। এর আগে রিয়েলিটি শো-র মঞ্চে দেখা গিয়েছে বাদাম কাকুকে। এবার সরাসরি ছোদ পর্দায় দেখা দেবে ‘কাঁচা বাদাম’ গানের বাদাম কাকু। জানা গিয়েছে, মাস খানেক আগে শ্যুটিং শুরু করেছিলেন তিনি। সিরিয়ালে এক মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছেন বাদাম কাকু। তিনি জানান, ‘মানুষের আশীর্বাদেই আমার গান সবার মন ছুঁয়েছে। আমি সবার সামনে গান গাইবার সুযোগ পেয়েছি, আগামীদিনে অভিনয়ে সুযোগ এলে নিশ্চয় অভিনয় করব।’

Latest Videos

বীরভূমের কুড়ালজুলির এক সাধারণ বাদাম বিক্রেতা ছিলেন কাঁচা বাদাম গানে গায়ক ভুবন বাদ্যকর। স্টেশনে স্টেশনে গান গেয়ে বাদাম বিক্রি করতেন। হঠাৎ করে ভাইরাল হয় তার সেই গান। একজন সোশ্যাল মিডিয়া ইউজার নেটদুনিয়ায় পোস্ট করেন ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি। তারপরই রাতারাতি খ্যাতি পান ভুবন বাদ্যকর। গানটি এতই খ্যাতি পায় যে সাধারণ থেকে সেলেব সকলের কাছে পৌঁছে যায়। বহু মানুষ এই গানে রিল বানান। তেমনই বড় বড় সেলেবরা এই গান নিয়ে কাজ করেন। রাতারাতি ধ্বনী হয়ে যান। তৈরি করেন বাড়ি। তবে, এখানেই শেষ নয়। ফের আবার আর্থিক জটিলতার সম্মুখীন হতে হয় ভুবন বাদ্যকরকে। বাদাম কাকুর আর্থিক সমস্যার কথাও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার নানান সমস্যা বার করে পেলে আয়ের নতুন সুযোগ। পা রাখতে চলেছেন অভিনয় জগতে।

 

আরও পড়ুন

ফের বিয়ের গুঞ্জন বলিপাড়ায়, বিচ্ছেদের পর ফের ছাদনাতলায় বাদশা, গাঁটছড়া বাঁধবেন বান্ধবী ইশা-র সঙ্গে

‘ঝুমে জো পাঠান’ গানে কিং খানের পারফরমেন্স নজর কাড়ল সকলের, মুহূর্তে ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক প্রোজেক্টে কাজের সুযোগ পেলেন ইশান খট্টর, কাজ করবেন নিকোল কিডম্যানের সঙ্গে

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar