মধুমিতার পরেই কি এবার বিয়ের পিঁড়িতে সৌরভ! পর্দার নায়িকাই কি বাস্তবের স্ত্রী হতে চলেছেন?

Published : Jan 27, 2026, 02:17 PM IST

Bengali Serial: মধুমিতার পরেই কি এবার বিয়ের পিঁড়িতে সৌরভ! পর্দার নায়িকাই কি বাস্তবের স্ত্রী হতে চলেছেন?

PREV
17

Bengali Serial: সরস্বতী পুজো মানেই বসন্তের আগমন। হালকা রোদ, মিষ্টি হাওয়া আর মন ভালো করা একটা অনুভূতি। সেই আবহ নাকি সময়ের আগেই এসে পড়েছে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-র সেটে।

27

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, ক্যামেরার সামনে যে রসায়ন দর্শক দেখছেন, তা নাকি বাস্তব জীবনেও ধীরে ধীরে গাঢ় হচ্ছে।

47

সরস্বতী পুজোর সময় তাঁদের একসঙ্গে বেশ কয়েকটি মুহূর্ত ধরা পড়েছে। কখনও সৌরভের হাতের ছোঁয়ায় শুভস্মিতা, কখনও আবার নায়কের গাড়িতেই পুজোমণ্ডপে হাজির হচ্ছেন নায়িকা। এসব দেখেই দর্শকদের কৌতূহল—পর্দার গল্প কি তবে বাস্তবেও রূপ নিচ্ছে?

57

এই আলোচনা নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ জানান, “একসঙ্গে কাজ করতে করতেই আমাদের মধ্যে স্বাভাবিক একটা বোঝাপড়া তৈরি হয়েছে।

67

পর্দায় আমাদের সমীকরণ দেখে দর্শক যদি ভাবেন আমরা বাস্তবেও কাছাকাছি, সেটা ভালোই লাগছে। আপাতত বন্ধুত্বের জায়গাটাই সত্যি। ভবিষ্যতে কী হবে, সেটা এখন বলা যায় না। তবে শুটের ফাঁকে আমরা দু’জনেই বেশ আড্ডা দিই।” এই মুহূর্তে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে ঝাঁপি–দীপের জুটি দর্শকের নজর কাড়ছে। যদিও টিআরপি তালিকায় এখনও সেভাবে উপরের সারিতে জায়গা পায়নি এই মেগা।

77

তবে বাস্তবের বন্ধুত্ব যদি পর্দার রসায়ন আরও শক্ত করে, তা হলে আগামী দিনে নম্বর বাড়তেও পারে—এমনটাই মনে করছেন অনেকেই।

Read more Photos on
click me!

Recommended Stories