বিচ্ছেদের আগেই শ্রাবন্তীতে মজলেন জিতু, কাজের ফাঁকে রিল বানাতে ব্যস্ত দুই তারকা

Published : Jul 06, 2023, 03:32 PM IST
jeetu

সংক্ষিপ্ত

নবনীতা দাস ও জিতু কমলের বিচ্ছেদ নিয়ে সরগরম টলিপাড়া। এমন সময় শ্রাবন্তীর সঙ্গে রিল বানিয়ে কটাক্ষের শিকার জিতু।

‘তুমজো কহেদে তো, চাঁদ তারও কো তোর লাউঙ্গা ম্যায়…’ বাজছে এই গান। আর এই গান গেয়ে শ্রাবন্তীকে প্রেম নিবেদন করছেন জীতু। প্রশ্ন করছেন তাঁর জন্য চাঁদ, তারা নিয়ে আসবেন কি না। উত্তরে শ্রাবন্তী বললেন, হ্যাঁ নিয়ে আসো। রিলে দেখা যাচ্ছে, শ্রাবন্তীর পরনে কালো শর্ট ড্রেস। তার ওপর পরেছেন কালো কোট। পায়ে কালো হাই হিল। জীতু পরেছেন, সাদা টি শার্ট ও কালো জিন্স। সঙ্গে পরেছেন কালো রঙের জ্যাকেট। পায়ে সাজা স্নিকার্স।

নবনীতা দাস ও জিতু কমলের বিচ্ছেদ নিয়ে সরগরম টলিপাড়া। সকলেই এই খবরে পেয়েছেন চমক। একসময় তাদের প্রেম কাহিনি ছিল টলিপাড়ার চর্চিত বিষয়। ভাঙছে সেই প্রেম। বিয়ের পাঁচ বছর পর আদালা হচ্ছেন জিতু ও নবনীতা। একথা নিজেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। এর পর থেকে চর্চায় রয়েছে তাঁদের বিচ্ছেদের খবর। আর এরই মাঝে জীতুর এমন রিল দেখে তার সকল ভক্তের মনেই জেগেছে প্রশ্ন। জীতুর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের আঁচ করছেন অনেকেই। একজন তো কমেন্টে লিখেছেন, ‘এবার এই পোলাটার পালা’। আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘কতজন আর চাঁদ তারা আনবে?’

 

 

 

 

এভাবে শ্রাবন্তী ও জীতুর সম্পর্ক নিয়ে সকলের মনে জেগেছে প্রশ্ন। এদিকে, শীঘ্রই জুটি বাঁধতে চলেছেন জিতু ও শ্রাবন্তী। তবে, এই প্রথম নয়। এর আগেও কাজ করেছেন একসঙ্গে। এবার ফের একবার। সদ্য ‘আমি আমার মতো’ ছবির শুভ মহরত হয়ে গেল। আজ ৬ জুলাই থেকে ছিল শ্যুটিং শুরুর কথা। অনেকেরই আন্দাজ এই ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। সেই শ্যুটং সেটেই এমন রিল বানালেন তারা।

ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। জিতুর বাবার চরিত্রে দেখা যাবে রজতাভ-কে। এক বাবা ও ছেলের কাহিনি নিয়ে তৈরি ছবি। ছেলে বিদেশে প্রেমিকার সঙ্গে থাকে। সে লিভ ইন করে। সে দেশে বাবা হাজির হতেই বাঁধল দ্বন্দ্ব। বাবা ও ছেলের সম্পর্কের অবনতি হয়। বাবা ও ছেলের মধ্যে তৈরি হল মানসিক দূরত্ব। বাবা ও ছেলের সম্পর্ক ও দ্বন্দ্ব কীভাবে তারা সামলাবে তা নিয়ে তৈরি হবে ছবিটি। আগেই জানা গিয়েছিল, ছবির কাহিনি অনুসারে বোঝা যাচ্ছে বিদেশে শ্যুটিং হতে পারে। আর এই রিল দেখে মনে হচ্ছে বিদেশেই রিল বানিয়েছেন তাঁরা।

 

আরও পড়ুন

কেউ হয়েছিল পরিস্থিতির শিকার তো কেউ স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন এই পথ, Sex Racket Scandal-এ নাম জড়িয়েছে এই ১০ নায়িকার

Ranveer Singh: পদ্মাবত থেকে বেফিকরে- জন্মদিনে দেখে নিন রণবীরের সেরা ১০ টি Box Office Hits, জেনে নিন কোন ছবি আয় করেছিল কত

Salaar: মিল রয়েছে ‘KGF’ ছবির দৃশ্যের সঙ্গে, টিজার প্রকাশ্যে আসতেই বিতর্কে জড়াল প্রভাস অভিনীত ‘সালার’

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে