সৃজিত-মিথিলার মন খারাপ করা দুই ভিন্ন পোস্ট, বিচ্ছেদের জল্পনায় তুঙ্গে আলোচনা

টলিপাড়ার অন্দরে কান পাতলেই সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।  জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়া পোস্ট যেন গুঞ্জনকে আরও উস্কে দিচ্ছে।

সৃজিত পত্নী মিথিলাকে নিয়ে সরগরম এপার ও ওপার দুই বাংলা ।টলিউডে প্রেমের কেচ্ছা যেমন দীর্ঘ, তেমনই ব্রেক-আপও প্রতিনিয়ত হয়েই চলেছে। বিয়ের পর ব্রেক আপ থেকে সম্পর্ক ভাঙন তা নিয়ে সর্বদাই শিরোনামে থাকেন টলি তারকারা। এককথায় তারকাদের হাড়ির খবর জানতেই মুখিয়ে থাকেন ভক্তরা। টলিপাড়ার অন্দরে কান পাতলেই সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলাকে নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আর এই জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন সৃজিত ও মিথিলা। নয়া পোস্টই যেন গুঞ্জনকে আরও উস্কে দিচ্ছে।

বরাবরই শিরোনামে থাকেন মিথিলা। এই মুহূর্তে মেয়ে আইরাকে নিয়ে ব্যাংককে রয়েছেন ওপার বাংলার সুন্দরী মিথিলা। সেখান থেকে একের পর এক ছবি ও ভিডিও পোস্ট করেই চলেছেন নায়িকা। মাঝেমধ্যেই এরকম বেড়ুবেড়ু করতে চলে যান মিথিলা। তবে শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন নায়িকা, যা নিয়ে সন্দেহ আরও বাড়ছে। মিথিলা লেখেন, কীভাবে জানো তুমি যে প্রেম সত্যি, কীভাবে জানো এই প্রেম নায্য। উত্তর পেতে কতদূর যেতে পারবে তুমি জানার আগে যে সেটা সেখানে কই। এ তো গেল মিথিলার পোস্ট। 

Latest Videos

 

 

 

সৃজিতেরও যে মন ভাল নেই তা তার পোস্টে ধরা পড়েছে। সৃজিত সোশ্যাল মিডিয়ায় জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের লাইন কোট করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন মন খারাপের ছবি। ক্যাপশনে লেখা, সেখানে রাগের দরকার নেই, সেখানে দোষারোপের দরকার নেই। সেখানে কিছু প্রমাণেরই দরকার নেই। সবকিছু একইরকম আছে। শুধু একটা গাছ একাকি দাঁড়িয়ে আছে সৌকতে। সমুদ্রের ধার ঘেঁষে। বিদায় অ্যাঞ্জেলিনা। আকাশ কাঁপছে। এবার বিদায় নিতে হবে। দুজনের এই মন খারাপের পোস্ট দেখেই জল্পনা বাড়ছে ভক্তদের মধ্যে। কেন এমন পোস্ট করেছেন সৃজিত ও মিথিলা, তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে। 

 

 

উল্লেখ্য, গত কয়েকমাসে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে মিথিলার। এমনকী টলিপাড়ার অতি পরিচিত এক পরিচালকের সঙ্গে শোনা গিয়েছিল মিথিলার সম্পর্কের গুঞ্জন। যদিও পরিচালক পুরো বিষয়টি অস্বীকার করেন। দুই বাংলাতেই সৃজিত পত্নী মিথিলাকে নিয়ে উত্তেজনা যেন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেস ধরে রাখতে যে সিদ্ধহস্ত মিথিলা তাও প্রমাণ মিলেছে বারেবারে। সৃজিতের সঙ্গে ঘনিষ্ঠ রোম্যান্স হোক কিংবা ফোটোশ্যুট সর্বদাই নেটিজেনদের নজরে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা। অভিনেত্রী ছাড়াও সমাজকর্মী হিসেবেই পরিচিত মিথিলা। আপাতত সৃজিত- মিথিলার সম্পর্কের সমীকরণ জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

আরও পড়ুন-

অনির্বাণের ‘বল্লভপুরের রূপকথা’ র প্রিভিউয়ে নেই সৃজিত! ব্যস্ত তাপসীর দিওয়ালি পার্টিতে?

বার্থডে বয় ছাড়াই কি বার্থডে পালন হয় ? সৃজিত মুখোপাধ্যায়ের অনুপস্থিতিতেই জন্মদিন পালন করলেন সৃজিত পত্নী

ইডেন গার্ডেনে পা রাখলেন সাবাশ মিঠুর মিতালি-তাপসী-সৃজিত

 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী