Oindrila Sen: নীল জলে গা ডুবিয়ে ঐন্দ্রিলা, ছবি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল ছবি

Published : May 18, 2023, 11:02 AM ISTUpdated : May 18, 2023, 12:24 PM IST
oindrila sen

সংক্ষিপ্ত

ছবি পোস্ট করা মাত্রই একের পর এক কমেন্ট করেছেন তাঁর ভক্তরা। কেউ লিখেছেন হটনেস, কেউ দিয়েছেন লাভ লাইন। আবার একজন লিখেছেন, এটা আইসল্যান্ডে যাওয়ার জন্য সঠিক সময় নয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরে এলেন ঐন্দ্রিলা সেন। সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করছেন। যেখানে জলের মধ্যে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে। নীল জলের পিছনে দেখা যাচ্ছে পাহাড়। জলের মধ্যে আকর্ষণীয় দেখাচ্ছে ঐন্দ্রিলাকে। ক্যাপশনে লিখেছেন ব্লু লেগুন আইসল্যান্ড। এটা দেখে ভাবতেই পারেন পুলের জলে ডুবে পোজ দিলেন ঐন্দ্রিলা। কিন্তু, একেবারেই নয়। আসলে ছবিটি আইসল্যান্ডের গ্রিডাভিড শহরের ছবি এটি। এখানে স্পা করাতে যান পর্যটকরা। সেখানেই গিয়েছিলেন নায়িকা। আর সেখানের নীল জলে ছবি পোস্ট করেছেন ঐন্দ্রিলা।   

ছবি পোস্ট করা মাত্রই একের পর এক কমেন্ট করেছেন তাঁর ভক্তরা। কেউ লিখেছেন হটনেস, কেউ দিয়েছেন লাভ লাইন। আবার একজন লিখেছেন, এটা আইসল্যান্ডে যাওয়ার জন্য সঠিক সময় নয়। আবার কেউ বাংলাদেশ থেকে ভালোবাসা পাঠিয়েছেন। কেউ বলেছেন, সেক্সি লাগছে তাঁকে। একজন আবার লিখেছেন, এখানে রুক্ষ্মিণী দি-রও ছবি আছে। আবার কেউ কমেন্ট করে জিজ্ঞেস করেছেন অঙ্কুশ দা কোথায়। কেউ আবার তাঁকে ড্রিম গার্ল বলেছেন।

এভাবে আইসল্যান্ডের ছবি পোস্ট করে খবরে এলেন ঐন্দ্রিলা সেন। এদিকে কদিন ধরে চর্চায় রয়েছেন ঐন্দ্রিলা সেন। ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ দুজন বর্তমানে চর্চা কেন্দ্রে। সদ্য কলকাতার গরম থেকে পালিয়ে ইউরোপে পাড়ি দিয়েছেন দুজন। গত ৩০ এপ্রিল পাড়ি দিয়েছিলেন গ্রিসে ১৪ মে ফেরেন কলকাতায়। এদিকে সেখানে গিয়ে নিজের একার ছবি পোস্ট করেন ঐন্দ্রিলা সেন। এবার পোস্ট করলেন এই বিশেষ ছবি। 

 

 

 

 

এদিকে বর্তমানে নিজের ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত অঙ্কুশ। চলছে আবার বিবাহ অভিযান ছবির প্রোমোশনের কার। ২৫ মে মুক্তি পাবে ছবিটি। তিন বন্ধুর গল্প নিয়ে তৈরি ‘আবার বিবাহ অভিযান’। কদিন আগে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ট্রেলার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হাসির মোড়কে তৈরি হয়েছে ছবিটি। ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, গণশার বাবা তাঁর জন্য নাকি ১০০ কোটি টাকা রেখে গিয়েছে। সেই লোভেই তাঁর সঙ্গে থাইল্যান্ড পারি দেয় রজত ও অনুপম। ট্রেলারের শুরুতে দেখা যাচ্ছে, একটি মেয়েকে তিনজল ছেলে মিলে বিয়ে করার পরিচালনা করছেন। তারপরই বিপদে পড়েছেন রজত, গণশা ও অনুপম। অর্থাৎ রুদ্র, অঙ্কুশ ও অনির্বান। তাঁদের বাঁচাতে সেখানে হাজির তাঁদের স্ত্রী। অর্থাৎ, সোহিনী, নুসরত ও প্রিয়াঙ্কাকে। কীভাবে বিপদ থেকে তাদের রক্ষা করবে তা নিয়ে ছবির গল্প। কয়েক সেকেন্ডের ট্রেলার দেখে বোঝা গিয়েছিল ছবির পরতে পরতে রয়েছে হাসির ও মজা। ছবির ডায়লগ থেকে উপস্থাপনা আর গল্প তো বটেই- সবেতে রয়েছে হাসি, ঠাট্টা আর মজা। বউয়ের চোখের আড়ালে থাইল্যান্ডে গিয়ে তিন বন্ধু কী কর্মকান্ড ঘাটাবে তা নিয়ে ছবি।

 

আরও পড়ুন

Cannes Film Festival 2023: কারও হাতে সাপ তো কারও গলায় কুমির, কান চলচ্চিত্র উৎসবের লাইম লাইটে বলি সেলেব

Arpita Khan: সলমন খানের বোনের বাড়ি থেকে উধাও বহু মূল্য টাকার গয়না, দুঃসাহসিক চুরি অর্পিতার বাড়িতে

Cannes Film Festival: ট্রোলিংয়ের শিকার সারা আলি খান, লেহেঙ্গা পরে রেড কার্পেটে হাজির হতে শুনতে হল কটাক্ষ

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার