- Home
- Entertainment
- Bollywood
- এই ১০ বলিউড স্টার কেরিয়ার শুরু করেছিলেন চাইল্ড আর্টিস্ট হিসেবে, দেখে নিন তালিকায় আপনার প্রিয় তারকা আছেন কি না
এই ১০ বলিউড স্টার কেরিয়ার শুরু করেছিলেন চাইল্ড আর্টিস্ট হিসেবে, দেখে নিন তালিকায় আপনার প্রিয় তারকা আছেন কি না
- FB
- TW
- Linkdin
রেখা
১১ বছর বয়সে বলিউডে পা রাখেন। চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন রেখা। পর পর দুটি তেলেগু ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেন। এরপর কন্নড় ছবি দেয়ে ১৯৬৮ সালে ডেবিউ করেন রেখা। এরপর থেকে দক্ষিণী ও বলিউডে কাজ করে চলেছেন। ২০১৫ সালে শমিতাভ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাঁকে।
হৃতিক রোশন
বলিউডের গ্রিক গড প্রথম অভিনয় জগতে পা রাখেন চাইল্ড আর্টিস্ট হিসেবে। ১৯৮০ সালে ‘আশা’ ছবিতে মাত্র ছয় বছর বয়সে অভিনয় করেন। তারপর ‘কহোনা পেয়ার হ্যায়’ ছবিতে অভিনেতা হিসেবে ডেবিউ করেন। এরপর থেকে একের পর হিট দিয়ে চলেছেন হৃতিক রোশন।
নীতু সিং
বলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে একজন হলেন নীতু সিং। এক সময় তিনি জনপ্রিয় অভিনেত্রীদের তালিকার শীর্ষে ছিলেন। কিন্তু, ঋষি কাপুরের সঙ্গে বিয়ের পর অভিনয় জগত থেকে বিদায় নেন। পরে ফের ছবিতে কাজ করছেন। তিনি ১৯৬৬ সালে ডেবিউ করেন চাইল্ড আর্টিস্ট হিসেবে। প্রকাশ রাও পরিচালিত সূরজ ছবিতে কাজ করেন। তারপর ১৯৭৩ সালে ডেবিউ করেন অভিনেত্রী হিসেবে।
উর্মিতা মাতোন্ডকর
বলিউডের সফল অভিনেত্রী উর্মিতা মাতোন্ডকরও কেরিয়ার শুরু করেছিলেন চাইল্ড আর্টিস্ট হিসেবে। ১৯৭৭ সালে ‘করম’ ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেন। তারপর ১৯৮৯ সালে মালায়লাম ছবি চানক্য দিয়ে অভিনেত্রী হিসেবে ডেবিউ করেন উর্মিতা মাতোন্ডকর।
ঋষি কাপুর
১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ দিয়ে ডেবিউ করেছিলেন তিনি। তখন বয়স ছিল মাত্র ১৭ বছর। এরপর থেকে কাজ করে চলেছেন ১৯৭৩ সালে ‘ববি’ ছবিতে কাজ করেছেন। কিন্তু, এর আগে ১৯৫৫ সালে বলিউডে কাজ করেন তিনি। রাজ কাপুরের ছবি ‘শ্রী ৪২০’-তে তিনি ক্যামিও চরিত্রে কাজ করেন।
শ্রীদেবী
১৯৬৭ সালে মাত্র ৪ বছর বয়সে তিনি অভিনয় শুরু করেন। প্রায় পাঁচ দশক ধরে তিনি অভিনয় করে গিয়েছেন। ১৯৭১ সালে তিনি Poombatta ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেন। ছবিটি কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করেছিল। এরপর ১৯৭৬ সালে তামিল চলচ্চিত্র Moondru Mudichu ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তারপর একে একে কাজ করেছেন সিগাপুর রোজাকাল, কার্তিকা দীপন, সদমা, চালবাজ, চাঁদনি-র মতো ছবিতে।
আমির খান
‘ইয়াদো কি বারাত’ ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেন আমির। এই কথা অনেকেরই জানা নয়। এরপর তিনি অ্যাসিস্টেন ডিরেক্টর হিসেবেও কাজ করেন। তবে, ‘দিল’, ‘তুম মেরে হো’, ‘কেয়ামত সে কেয়ামত তক’-র মতো ছবিতে দর্শকদের নজর কাড়েন আমির খান।
কমল হাসান
কালাথুর কলম্মা (১৯৬০) ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করেন। প্রায় ছয়টি ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকে তিনি সমানভাবে কাজ করে চলেছেন। বর্তমানে তাঁর অভিনীত ছবির সংখ্যা গুণে শেষ করা দায়।
আলিয়া ভাট
‘সংঘর্ষ’ ছবিতে কাজ করেন ৬ বছর বয়স। এরপর করণ জোহরের ছবিতে তিনি ডেবিউ করেন। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন আলিয়া ভাট। তারপর থেকে একে একে হিট দিয়ে চলেছেন নায়িকা।
হানসিকা
‘কই মিল গ্যায়া’, ‘আবরা কা ডাবরা’, ‘হাম কউন হ্যায়’-র মতো ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে সাফল্য পেয়েছিলেন হানসিকা। তারপর তিনি বলিউডে অভিনেত্রী হিসেবে ডেবিউ করেন। বলিউড ছাড়াও দক্ষিণী ছবিতে কাজ করে চলেছেন হানসিকা মোটবানী।