Pushpa 2: ভাগ্যের জোড়ে বেঁচে গেলেন আল্লু অর্জুন, দুর্ঘটনার কবলে পুষ্পা ২ ছবির টিম

Published : Jun 01, 2023, 07:02 AM IST
Pushpa 2 The Rule Artists Injured In A Road Accident

সংক্ষিপ্ত

সদ্য দুর্ঘটনার কবলে পড়ল পুষ্পা ২ ছবির টিম। পথ দুর্ঘটনাট আহত হয়েছেন দুজন শিল্পী। কেউ গুরুত্বর জখম হননি বলে জানা গিয়েছে। তবে, ভাগ্যের জোড়ে বেঁচে গেলেন আল্লু অর্জুন। এই দিন গাড়িতে তিনি ছিলেন না বলে জানা যায়।

ফের খবরে পুষ্পা ২ ছবি। তবে, এবার কোনও শ্যুটিং বা প্রমোশন নয়। বরং এক খারাপ বিষয় নিয়ে খবরে এল পুষ্পা ২ ছবিটি। সদ্য দুর্ঘটনার কবলে পড়ল পুষ্পা ২ ছবির টিম। তবে, ভাগ্যের জোড়ে বেঁচে গেলেন আল্লু অর্জুন। এই দিন গাড়িতে তিনি ছিলেন না বলে জানা যায়।

পথ দুর্ঘটনাট আহত হয়েছেন দুজন শিল্পী। কেউ গুরুত্বর জখম হননি বলে জানা গিয়েছে। শিল্পীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চলছে চিকিৎসা। জানা গিয়েছে, তেলেঙ্গানার নাগলোন্জায় পথ দুর্ঘটনার কবলে পড়ে পুষ্পা দ্য রুল ছবির টিম। অন্ধ্রপ্রদেশ থেকে বাসা হায়দরাবাদ গিয়েছিল ছবির টিম। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় ছিল ছবির শ্যুটিং। ফেরার পথে হায়দরাবাদ-বিজয়াওয়াড়া হাইওয়ের নরকেটপল্লীর কাছে একটি বাসকে ধাক্কা মারে পুষ্পা ২ টিমের বাস।

ঘটনাস্থলে আহত হন দুই শিল্পী। তবে, কেউ গুরুতর জখম হননি। সকলকে পাঠনো হল স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই বাসে আল্লু অর্জুন ছিলেন না বলে জানা যায়।

পুষ্পা ২- দ্য রুল ছবিটি বহুদিন ধরে রয়েছে খবরে। ছবির পোস্টার, শ্যুটিং স্টিল ও ভিডিও এসেছিল প্রকাশ্যে। এই দেশে দর্শক মনে আগ্রহ বেড়েছে বিস্তর। সকলেই অধীর অপেক্ষায় রয়েছেন ছবির মুক্তির। কিন্তু, শেষ কিছুদিন ধরে দর্শকরদের হতাশ করেছে আল্লু অর্জুন। জানা গিয়েছিল, নানান কারণ স্থগিত হয়েছে ছবি মুক্তির দিন। অবশেষ সেই সকল জল্পনার অবসান ঘটল। প্রকাশ্যে এল পুষ্পা ২- দ্য রুল ছবির মুক্তির দিন। জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বরেই আসবে পুষ্পা ২- দ্য রুল ছবিটি। আল্লু অর্জুন অভিনীত ও সুকুমার পরিচালিত ছবিটি পুষ্পা ২- দ্য রুল ছবিটি এবছরের উচ্চ প্রত্যাশিত ছবি। সে কারণে শ্যুটিং চলছে জোড় কদমে। ছবি আল্লু অর্জুন থাকছেন প্রধান চরিত্রে। পুলিশের ভূমিকায় দেখা যাবে ফাহাদ ফাসিলকে।

প্রকাশ্যে এসেছে ছবির টিজার ট্রেলার ও পোস্টার। যেখানে পুষ্পাকে আগের থেকে আরও শক্তিশালী দেখাচ্ছে। অ্যাকশন-থ্রিলার ও বিনোদনে ভরপুর এই ছবি তৈরির ক্ষেত্রে পরিচালক থেকে প্রযোজন নজরে রাখছেন খুঁটিনাটি বিষয়গুলো। তাঁরাও চেষ্টা করছেন দর্শকদের জন্য আরও চমক নিয়ে আসতে। সে যাই হোক, এরই মাঝে ঘটল পথ দুর্ঘটনা। এর কারণে ছবি মুক্তির দিন পিছিয়ে যায় কি না তা নিয়ে চিন্তায় সকলে।

 

আরও পড়ুন

Death Anniversary of KK: প্রিয় শিল্পীকে আজও 'আলভিদা' বলেনি শহর, কলকাতায় বসল কেকে'র মূর্তি

Death Anniversary of KK: মৃত্যু বার্ষিকীতে বিশেষ শ্রদ্ধার্ঘ্য কেকে-কে, আসছে তিন বন্ধুর নতুন অ্যালবাম

Sourav Ganguly Biopic: চূড়ান্ত হল কাস্ট, দেখে নিন কার কার নাম জড়িয়েছিল ছবির সঙ্গে

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?