- Home
- Entertainment
- Bollywood
- Sourav Ganguly Biopic: চূড়ান্ত হল কাস্ট, দেখে নিন কার কার নাম জড়িয়েছিল ছবির সঙ্গে
Sourav Ganguly Biopic: চূড়ান্ত হল কাস্ট, দেখে নিন কার কার নাম জড়িয়েছিল ছবির সঙ্গে
- FB
- TW
- Linkdin
সৌরভ গাঙ্গুলির বায়োপিক ছবি তৈরির কথা অনেক আগেই প্রকাশ্যে এসেছে। যদিও প্রথমে দাদার আপত্তি ছিল বায়োপিক তৈরি নিয়ে। কিন্তু, পরে তিনি রাজি হন। সেই থেকে চর্চায় রয়েছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ছবি।
রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য পরিচালনা করবেন সৌরভ গাঙ্গুলির বায়োপিক ছবি। এই ছবির আনুষ্ঠানিক ঘোষণার আগেই জানা গিয়েছে ঐশ্বর্য রজনীকান্ত পরিচালনা করবে ছবিটি। ইতিমধ্যে দক্ষিণী ছবি পরিচালনা করছেন তিনি। এবার সৌরভ গাঙ্গুলির বায়োপিক ছবি পরিচালনা করবেন তিনি।
এর আগে মহেন্দ্র সিং ধোনী ও মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক তৈরি হয়েছে আগেই। তেমনই শোচিনের জীবন নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টরি। এবার পালা দাদার। শীঘ্রই তৈরি হবে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ছবি। এখন দেখার দাদার বায়োপিক বাকি তারকাদের টেক্কা দেয় কিনা।
সৌরভ গাঙ্গুলির বায়োপিক ছবিতে দেখা যাবে দাদার খেলার জগতের পদার্পন থেকে শুরু করে সকল উত্থান পতন। সৌরভ গাঙ্গুলি নিজের খেলার কেরিয়ারে যে সকল বিতর্কে জড়িয়েছেন তা উঠে আসবে ছবিতে। খেলার জগতে কামব্যাক, একাধিক ম্যাচ থেকে শুরু করে তাঁর জীবনের সকল ঘটনার ঝলক মিলবে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ছবিতে।
এদিকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ছবিতে দাদার চরিত্রে কে অভিনয় করবে তা নিয়ে চলছে বিস্তর জল ঘোলা। একের পর এক তারকার নাম জড়ায় ছবির সঙ্গে। তবে, শেষ শোনা যাচ্ছে আয়ুষ্মান খুরানাকে দেখা যেতে পারে দাদার ভূমিকায়। এই বিষয় এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে, শোনা যাচ্ছে এমন কথা।
প্রথমে শোনা গিয়েছিল রণবীর কাপুর অভিনয় করবেন সৌরভ গাঙ্গুলির বায়োপিকের প্রধান চরিত্রে। একটি ছবির প্রচারে কলকাতা এসেছিলেন রণবীর। তারপর তিনি দাদার সঙ্গে দেখা করেন। সেই থেকে জল্পনা আরও গভীর হয়। শোনা যায় রণবীরকে দেখা যাবে। তিনি এর আগে সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছেন। শেষে এই খবর ভুল প্রমাণিত হয়।
মাঝে শোনা যাচ্ছিল সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করবেন হৃতিক রোশন। দাদার চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে, বেশি দিন এই বিষয় কোনও তথ্য পাওয়া যায়নি। পরে হৃতিক রোশনকে বাদ দিয়ে অন্য তারকার নাম উঠে আসে।
তারপর শোনা যায় কার্তিক আরিয়ানকে দেখা যাবে সৌরভ গাঙ্গুলির বায়োপিকে। পেয়ার কে পঞ্চনামা স্টার কার্তিকের সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় নিয়ে বিস্তর জল্পনা হয়েছিল। পরে জানা যায় তিনি অভিনয় করছেন না এই ছবিতে।
শেষ নিশ্চিত হয়েছে আয়ুষ্মান খুরানার নাম। ভিকি ডোনার দিয়ে কেরিয়ার শুরু আয়ুষ্মানের। তারপর বধাই হো, আর্টিকেল ১৫, অন্ধাধুনের মতো ছবিতে কাজ করে সাড়া ফেলেছিলেন। তাঁর কেরিয়ারের ঝুলিতে রয়েছে ড্রিম গার্ল, ডক্টর ডি, অ্যান অ্যাকশন হিরোর মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
তাঁর ঝুলিয়ে আছে, বালা, মেরি পেয়ারি বিন্দু, দম লগাকে হাইসা-র মতো একাধিক ছবি। শীঘ্রই মুক্তি পাবে ড্রিম গার্ল ২। এবার তিনি কাজ করবেন সৌরভ গাঙ্গুলির বায়োপিকে। আনুষ্ঠানিক ভাবে আয়ুষ্মানের অভিনয়ের কথা ঘোষণা না হলেও আপাতত শোনা যাচ্ছে তিনিই অভিনয় করবেন এই বায়োপিকে।