Breaking News- 'দমদম এয়ারপোর্টে কেকে-র জন্য বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হবে' ঘোষণা মুখ্যমন্ত্রীর

সঙ্গীতশিল্পী কেকে-র আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন মহল। এদিন কেকে-র উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও। শুধু তাই নয় কেকে- র জন্য বিশেষ শ্রদ্ধাঞ্জলি আয়োজনের ও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 
 

Riya Dey | Published : Jun 1, 2022 6:39 AM IST / Updated: Jun 01 2022, 12:21 PM IST

মঙ্গলবার গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে গান গাইতে এসে আচমকা অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেকে। এরপর মঙ্গলবার রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।  বুধবার সকালে কেকের অকাল প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, 'বলিউডের প্লে ব্যাক গায়ক কে কে-র আকস্মিক ও অকালমৃত্যুতে আমরা মর্মাহত। সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা, পরিবারকে সহায়তা দিতে গতকাল রাত থেকেই কাজ করছেন আমার সহকর্মীরা। গভীর সমবেদনা জানাই।'

পাশাপাশি এদিন কেকের উদ্দেশ্যে বিশেষ শ্রদ্ধাঞ্জলির কথা ও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার সভা থেকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'কেকে-র স্ত্রীর সঙ্গে আমি নিজে ফোনে কথা বলেছি এবং আমি চেষ্টা করছি অন্তত যদি শেষ দেখাটুকু দেখা যায়। আবওহাওয়া ঠিক থাকলে তাহলে আমি ফ্লাইটে করে দমদম এয়ারপোর্ট যাব এবং দমদম এয়ারপোর্টে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা পুলিশকে দিয়ে গ্র্যান্ড স্যালুট করব কারণ তিনি একজন কৃতিমান শিল্পী এবং আমাদের যুব সম্প্রদায়ের খুব কাছের এবং প্রিয় একজন মানুষ।'

আরও পড়ুন- নজরুল মঞ্চ থেকে হাসপাতালে না নিয়ে কেন হোটেলে নিয়ে যাওয়া হল কেকে-কে, গায়কের মৃত্যুতে প্রশ্ন অনীকের

আরও পড়ুন- নজরুল মঞ্চ থেকে হোটেলে ফেরার মুহূর্তের অসুস্থতাই কি কেড়ে নিল কেকের প্রাণ? শিল্পীর ম্যানেজারের বয়ান ঘিরে জল্পনা

আরও পড়ুন- SSKM-এ আজই ময়নাতদন্ত হবে কেকে-র , রিপোর্টেই বেরিয়ে আসবে মৃত্যুর আসল কারণ, অপেক্ষায় পরিবার

ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় সঙ্গীত শিল্পীর অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন গ্র্যান্ড হোটেলে যান কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা ও ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। গ্র্যান্ড হোটেলের শিফট ম্যানেজার, হোটেল কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ ও। 

উল্লেখ্য, বুধবার সকালেই কলকাতায় এসে উপস্থিত হয়েছেন কেকে- র স্ত্রী এবং সন্তানরা। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে কেকের মরদেহ। সেই রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তাঁর। হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, গুজরাতি, মারাঠী ভাষাতেও বহু গান গেয়েছেন কেকে। ইন্ডিয়ান পপ, রক মিউজিকে আলাদা করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন কেকে। এদিন নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কেকে। অনুষ্ঠান চলাকালীনই নাকি কেকে বারবার জানাচ্ছিলেন তাঁর শরীর খারাপ লাগছে। স্পটলাইট অফ করতে বলছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে যে, যখন তাঁকে নিয়ে আসা হয়, তখন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল। পরে তাঁকে পরীক্ষা করে বলা হয় তিনি মারা গিয়েছেন।

Share this article
click me!