করোনায় ফের মৃত্যু হলিউডে। এমি অ্যাওয়ার্ড প্রাপ্ত সঙ্গীতশিল্পী অ্যাডাম শ্লেসিঙ্গারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হলিউডে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২। অভিনেতা টম হ্যাঙ্কস যিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন, ট্যুইট করে জানান, কোভিড গ্রাস করল আমার এক অত্যন্ত কাছের মানুষকে। আমি কতটা শোকাহত তা শব্দে ব্যাখা করতে পারব না।
আরও পড়ুনঃকরোনার থাবা পড়ার আগেই কোয়ারেন্টাইনের অভিজ্ঞতা ছিল সায়ন্তিকার, পোস্ট করলেন ভিডিও
আরও পড়ুনঃবলি নায়িকাদের চেয়েও হট জ্যাসমিন, আসল পরিচয় পেলে চমকে যাবেন
কেবল টম হ্যাঙ্কসই নন, টেলিভিশন হোস্ট জিমি কিমেল, ক্যাথি গ্রিফিন শোকপ্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। দিন কতক আগেই করোনায় মৃত্যু হয়েছিল স্টার ওয়ার্সের অভিনেতা অ্যানড্রিউ জ্যাকের। ভাইরাস ধরা পড়ার মাত্র দু'দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুনঃজিমির টানে ভারতে, মিঠুন প্রেমী অ্যানা জানালেন আজও রাশিয়ায় শ্রেষ্ঠ 'ডিস্কো ডান্সার'
হলিউডে একে একে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। ফের এক হলিউড অভিনেতার জীবনে কোপ পড়ল করোনার। এখনও পর্যন্ত হলিউডের বেশ কয়েকজন নাম লিখিয়েছেন আক্রান্তের তালিকায়। যেখানে ড্যানিয়েল ডে কিম, ইন্দিরা ভার্মা সহ টম হ্যাঙ্কস, রিটা উইলসন, ইদ্রিস এলবা, ওলগা ক্যুরিলেঙ্কো, রেচেল ম্যাথিউস, ক্রিস্টোফার হিফজুর নাম রয়েছে।
আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল