বলি নায়িকাদের চেয়েও হট জ্যাসমিন, আসল পরিচয় পেলে চমকে যাবেন
'সোনু কি টিট্টু কি স্যুইটি' সিনেমার গান বম ডিগি ডিগি ২০১৮ সাল থেকে এক নম্বর ট্রেন্ডিংয়ে ছিল। ক্লাব থেকে শুরু করে বিয়েবাড়ি, পুজোর মণ্ডপ, এমন কোনও জায়গা বাদ যায়নি যেখানে বম ডিগি স্টিরিওতে বাজেনি। তবে কার্তিক আরিয়ান অভিনীত এই ছবিতে গানটি ব্যবহৃত হওয়ার আগেই বেশ ভাইরাল হয়েছিল। কারণ গানটির অরিজিনাল ভারশনটি গাওয়া জ্যাসমিন ওয়ালিয়ার।
18

ভারতের বংশদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী তথা গায়িকা বম ডিগি ডিগি গেয়েছিলেন। ২০১৭ সালে মুক্তি পায় এই গানটি।
28
তারপরই সোনু কি টিট্টু কি স্যুইটি ছবিতে গানটি ব্যবহৃত হয়। স্বাভাবিকভাবেই নিমেষের মধ্যে ভাইরাল হয়।
38
জ্যাসমিনের জন্ম ব্রিটেনে। ছোট থেকেই গান, সিনেমারর প্রতি উৎসাহ ছিল তাঁর। বলিউড গান এবং মুভি দেখেই বলিউড গানের প্রতি উৎসাহ জাগে জ্যাসমিনের।
48
ছোটপর্দার এক রিয়্যালিটি শো দ্য ওনলি ওয়ে টু এসেক্সের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে জ্যাসমিন।
58
সেখান থেকেই এশিয়ার মোস্ট সেক্সিয়েস্ট মহিলার খেতাবও জেতেন তিনি। এছাড়াও আরও একটি রিয়্যালিটি শোয়ে দেখা যায় তাঁকে।
68
দেসি রাসকল নাম এক রিয়্যালিটি শোয়ের মাধ্যমে ভারতীয়রাও তাঁকে ধীরে ধীরে চিনতে শুরু করে।
78
তবে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন এই বম ডিগি ডিগি গানের পরই। তিনি যে এই গানের গায়িকা, সেই পরিচয় পাওয়ার পর অবাকই হয়েছিলেন অনেকে।
88
বলিউড নায়িকাদের মতই গ্ল্যামার তাঁর, রূপেও টেক্কা দিতে পারেন যে কাউকে। তার উপর অসামান্য গায়িকা। নেটিজেনরা তাঁকে ফুল প্যাকেজও বলে থাকে।
Latest Videos