করোনা কাড়ল বন্ধুকে, শোকে ভেঙে পড়লেন অভিনেত্রী লারা

Published : Apr 19, 2020, 02:38 PM ISTUpdated : Apr 19, 2020, 02:43 PM IST
করোনা কাড়ল বন্ধুকে, শোকে ভেঙে পড়লেন অভিনেত্রী লারা

সংক্ষিপ্ত

করোনা এবার প্রাণ কাড়ল বন্ধুর ভেঙে পড়লেন লারা দত্ত ১৭ বছর আগে দেখা হয়েছিল বন্ধুর সঙ্গে শেষ দেখা আর হল না

করোনার কোপে গোটা বিশ্ব। প্রাণ কেড়েছে একাধিক তারকার। একের পর এক মৃত্যুর খবর প্রতিদিন উঠে আসছে শিরোনামে। ভারতে মৃত্যের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। ইতিমধ্যেই করোনা থাবা বসিয়েছে বলিউডে। যদিও এখনও পর্যন্ত যে তারকারা আক্রান্ত হয়েছেন তাঁদের অবস্থা স্থিতিশীল। তবে এবার করোনা কাড়ল বন্ধুকে। শোকে ভেঙে পড়লেন লারা দত্ত।

 আরও পড়ুনঃ মহিলা পুলিশের পাশের এবার বলিউড, মিশন সুরক্ষা প্রকল্পে এবার হাজির ভ্যানিটি ভ্যান

গোটা বিশ্বে করোনা ইতিমধ্যেই প্রাণ কেড়েছে দেড় লক্ষেরও বেশি মানুষের। এমনই পরিস্থিতিতে দুঃসংবাদ পেলেন অভিনেত্রী লারা। তবে তিনি থাকতেন আমেরিকায়। বন্ধুর মৃত্যুর খবর সামনে আসতেই নিরবতা ভাঙলেন লারা দত্ত। জানালেন, অনেকেই মনে করছেন যে কেবলমাত্র বয়ষ্করাই করোনাতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। কিন্তু বাস্তবে তা মোটেই সঠিক তথ্য নয়। 

আরও পড়ুনঃ"আমার যে সব দিতে হবে", গৃহকর্তৃদের নিবেদনে জ্যাসমিনের এই বিশেষ ভিডিও

করোনা প্রাণ কেড়েছে লারার বন্ধুর, তাই সকলকে সচেতনতার কথা আরও একবারমনে করিযে দিলেন অভিনেত্রী। তিনি জানান, তাঁর বন্ধু সম্পূর্ণ সুস্থ ছিলেন। তাও করোনার সঙ্গে লড়তে পারলেন না। মানুষের ভবিষ্যত কোন পথে তাও ভাবাচ্ছে অভিনেত্রীকে। এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন লারা, তিনি তাঁর বন্ধুকে দেখেছিলেন ১৭ বছর আগে। আর দেখা করা হল না। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা
অদিতি মুন্সীর কোল আলো করে এল নতুন অতিথি! প্রথমবার মা হলেন গায়িকা, ছেলে হল না মেয়ে?