'কেকে-কে ব্যাক্তি আক্রমণ করতে চায়নি রূপঙ্কর, ইমনদের পাশে দাঁড়ানো উচিত ছিল', মুখ খুললেন নচিকেতা

'আরে রাজার মতো মৃত্য়ু হয়েছে কেকে-র । একজন বোম্বের শিল্পী এরাজ্যে কত টাকা পায়, আর বাঙালি শিল্পী অন্য রাজ্যে গেলে কত টাকা পায়। সাধারণ মানুষ এটা জানেন না। অভিমান আছে। এটা থাকবে। থাকাটাই স্বাভাবিক। কিন্তু কষ্ট লাগে তখন, যখন দেখি রূপঙ্কর যাদের হয়ে কথাটা বলল, আজ তারাই ওর পাশে নেই। এটা ঠিক হল না। রাঘব, ইমনদের তো ওর পাশে দাঁড়ানো উচিত ছিল।একটা ঘটনা ঘটে গিয়েছে। তাতে রুপঙ্করের কোনও দোষ নেই। হ্যা আমি নচিকেতা বলছি, আমি রূপঙ্করের পাশে আছি।' মুখ খুললেন নচিকেতা।

কেকে-র কলকাতা সফর নিয়ে রূপঙ্করের সমালোচনামূলক লাইভ নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক। যদিও  ফেসবুক লাইভটা করেছিলেন কেকে-র মৃত্য়ুর আগে। কেকে-র সমালোচনা করতে গিয়ে সোমবার ফেসবুক লাইভে বাংলার একাধিক শিল্পীর নাম মুখে এনেছিলেন রূপঙ্কর বাগচি। তাঁদের মধ্যে অন্যতম ইমন চক্রবর্তী। এদিকে ঘটনাচক্রে এই ঘটনার পরদিনই কলকাতায় অনুষ্ঠান করতে এসে আচমকাই কিংবদন্তির মৃত্যু, রূপঙ্করের ওই লাইভ বিতর্কের আগুনে ঘি ঢালে। তারপর নিজের নাম জড়ানোর পর, রূপঙ্করের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন ইন্ড্রাস্টির অন্যতম গায়িকা তথা জাতীয় পুরষ্কার জয়ী শিল্পী ইমন চক্রবর্তী। তবে এবার মুখ খুললেন প্রতিবাদী গায়ক নচিকেতা চক্রবর্তী।

'আমরা কি গাধা হয়ে গিয়েছি ? নানা গাম্বাট' -নচিকেতা

Latest Videos

 নচিকেতা চক্রবর্তী বলেছেন, 'কেকে-র কলকাতা সফর নিয়ে রূপঙ্করের মন্তব্যকে বাঙালি তীব্র আক্রমণ করছে। ওকে দুচ্ছাই করছে। কিন্তু ওর অভিমানকে যদি আমরা বুঝে নিতে না পারি, তাহলে বুঝে নিতে হবে, আমাদের অনুভূতিটাই উবে গিয়েছে।আমরা কি গাধা হয়ে গিয়েছি ? নানা গাম্বাট। আরে রূপঙ্কর জ্যোতিষি নাকি, ও কীকরে জানবে, কেকে মারা যাবে । আরে রাজার মতো মৃত্য়ু হয়েছে কেকে-র । এমনটাই তো সবাই চায়। বিজেপি আর সিপিএম তো ময়দানে নেমে পড়েছে। এমন ভাব যেনও ভিড়ের কারণেই মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় সরকার না এবার একটা আইন এনে ফেলে, যে ২০ জনের বেশি প্রেক্ষাগৃহে শিল্পীর গান শুনতে পারবেন না। আরে ভিড় হলেই না শিল্পীর মন ভরবে, পেট ভরবে, এরা কারা।'

আরও পড়ুন, 'রূপঙ্করদার কথায় আমি খুবই বিব্রত, কেকে-কে অকারণে ছোট করা ঠিক হয়নি', ক্ষুব্ধ ইমন

'কষ্ট লাগে তখন,  রূপঙ্কর যাদের হয়ে কথাটা বলল, আজ তারাই ওর পাশে নেই, রাঘব-ইমনদের তো ওর পাশে দাঁড়ানো উচিত ছিল'

নচিকেতা আরও বলেন, 'আসলে বাঙালিকে সারা ভারত শোনে। শুধু বাঙালিই সেটা বুঝতে পারে না। আর সেই কথাটাই রূপঙ্কর বুঝতে চেয়েছিল। শুধু বাঙালিই সেটা বুঝতে পারে না। আমি বিশ্বাস করি, ও কেকে-কে কোনওভাবেই ব্যাক্তি আক্রমণ করতে চায়নি। একজন বোম্বের শিল্পী এরাজ্যে কত টাকা পায়, আর বাঙালি শিল্পী অন্য রাজ্যে গেলে কত টাকা পায়। সাধারণ মানুষ এটা জানেন না। অভিমান আছে। এটা থাকবে। থাকাটাই স্বাভাবিক। কিন্তু কষ্ট লাগে তখন, যখন দেখি রূপঙ্কর যাদের হয়ে কথাটা বলল, আজ তারাই ওর পাশে নেই। এটা ঠিক হল না। রাঘব, ইমনদের তো ওর পাশে দাঁড়ানো উচিত ছিল।একটা ঘটনা ঘটে গিয়েছে। তাতে রুপঙ্করের কোনও দোষ নেই। হ্যা আমি নচিকেতা বলছি, আমি রূপঙ্করের পাশে আছি।'

আরও পড়ুন, 'কেকে-কে হত্যা করা হয়েছে, অপরাধ বোধে গান স্যালুট দিয়েছে সরকার', বিস্ফোরক দিলীপ

'রূপঙ্করদার এই ধরণের বক্তব্যে আমি যথেষ্ট বিব্রত'- ইমন, ঠিক কী বলেছিলেন রূপঙ্কর ?

ফেরসুকে ঠিক কি বলেছিলেন রূপঙ্কর। রূপঙ্কর বলেন,'কেকে দারুণ গায়ক। কিন্তু ওর এই লাইভ শো -দেখে আমি অনুভব করলাম। আমাদের কলকাতায় কেকে-র লেভেলে যারা নাম করেছেন অর্থাৎ ন্যাশনাল লেভেল কেকে-র যেই পজিশন, তেমন কলকাতাতেও অনেক গায়ক- গায়িকা রয়েছেন। যেমন আমি, অনুপম, ইমন, রাঘব, সোমলতা, উজ্জ্বয়িনী, রূপম। এরা সবাই কেকে-র থেকে ভালো গান গাই।' আর এটা বলেই রূপঙ্কর ফেসবুক লাইভে দর্শকদের প্রশ্ন করেন,' আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন, কে এই কেকে, আমরা যে কোনও কেকে এর থেকে কম নই। বরং পারফরমেন্সে কেকে-র থেকে অনেক বেটার। তাহলে মুম্বই নিয়ে এত উত্তেজনা  কীসের।কতদিন ঘুরবেন এই মুম্বইয়ের পিছনে, এবার তো একটু বাঙালি হোন।' আর রূপঙ্করের এই মন্তব্যের পরেই ইমন চক্রবর্তী বলেছেন, 'লাইভে রূপঙ্করদা আমার নাম নিয়েছেন। সেটা সম্পূর্ণ ওর ব্যাপার। এনিয়ে আমার কিছুই বলা সাজে না। কিন্তু রূপঙ্করদার এই ধরণের বক্তব্যে আমি যথেষ্ট বিব্রত।'

আরও পড়ুন, 'পেয়ার কে পল'-সহ মোট ২০ টি গান, নজরুল মঞ্চে শেষ গানের কথা মিলিয়েই চিরঘুমের দেশে কেকে

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের