Aarya Season 2: 'পরিবারই শক্তি এবং দুর্বলতা' লাল সিঁদুরে রাঙা হয়ে রণমূর্তি নিয়ে আসছে এক মা 'আরিয়া সিজন ২'- এ

'আরিয়া' অভিনেত্রী সুস্মিতা সেনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।  কারণ এই ছবির হাত ধরেই ২০২০ সালে ওয়েব দুনিয়ায় পা রেখেছেন অভিনেত্রী। আর শুরুতেই মিলেছে চরম সফলতা। সিজন ১- এ সুস্মিতার সেই রোমহর্ষক অভিনয়কে ভুলতে পারে নি দর্শক। এবার এক মায়ের অসীম লড়াইয়ের কাহিনী নিয়ে আসছে 'আরিয়া সিজন ২।'

'আরিয়া'- র (Aarya) অসাধারণ অভিনয় থেকে বলিউডে (Bollywood) এক চূড়ান্ত কামব্যাক করেছেন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen)। চলতি বছরে ৪৯ তম ‘দ্য ইন্টারন্যাশন্যাল এমি অ্যাওয়ার্ডস’-এ (International Emmy Awards) মনোনীত ও হয়েছিল এই ছবি।  তবে শেষ পর্যন্ত মনোনীত হয়ে ও খালি হাতেই ফিরতে হয়েছে টিম আরিয়াকে (Team Aarya)। এবার শূন্য হাতে ঘরে বড় ঘোষণা রাম মাধবনির, বৃহস্পতিবার মুক্তি পেল এই ছবির দ্বিতীয় সিজনের ট্রেলার (Trailer)। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির ট্রেলার শেয়ার করেছেন অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen) এবং লিখেছেন 'এবার তার দুর্বলতায় হল তার সবচেয়ে বড় শক্তি। শেরনি আসছে।' 

 

Latest Videos

ট্রেলারে এক অনন্য রূপে দেখা গেছে সুস্মিতা সেনকে (Sushmita Sen)।  হিংস্র বাঘিনীর মতো নিজের ও নিজের পরিবারকে রক্ষা করতে মরিয়া আরিয়া। দ্বিতীয় সিজনে আর ও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে আরিয়া (Aarya)। ট্রেলারে যে বিষয়টাকে মূলত তুলে ধরা হয়েছে তা হল, এটি একটি মায়ের জীবনযুদ্ধের লড়াই। যেখানে সেই মা তাঁর পরিবারকে রক্ষা করতে যে কোনো কিছু করতে বা যে কোনো কঠিন পদক্ষেপ নিতেই প্রস্তুত। এই সিজনে দেখানো হবে কীভাবে নিজের পরিবার ও সন্তানদের শত্রুর হাত থেকে রক্ষা করতে কঠিন পরিস্থিতি সম্মুখীন হবে আরিয়া। 

আরও পড়ুন- Preity Zinta: একি কথা বলেও চিনতে পারলেন না প্রীতি জিন্টা কে, প্রকাশ্যে নিজের ভুল শিকার অভিনেতার

ছবিতে মূল চরিত্রে সুস্মিতা সেনের (Sushmita Sen) পাশাপাশি অন্যান্য চরিত্রে যারা আছেন তাঁরা হলেন অনুপম খের-কিরণ খেরের পুত্র সিকন্দর খের, বিকাশ কুমার, মায়ো সারাও, অঙ্কুর ভাটিয়া, আকাশ খুরানা, দিলনাজ় ইরানি ও অন্যান্যরা। ছবির বিষয়বস্তু প্রসঙ্গে আলোচনা করতে সুস্মিতা সেন (Sushmita Sen) জানিয়েছেন যে, 'আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস'-এর জন্য মনোনীত হওয়ার পর আমরা সকলেই খুব উৎসাহিত ছিলাম দ্বিতীয় সিজনের জন্য।  এই সিজনটি কেবলমাত্র আরিয়ার (Aarya) গল্প বলবে না।  এই সিজন বলবে এক শক্তিশালী মহিলা এবং তাঁর লড়াইয়ের কথা। একজন অভিনেত্রী হিসাবে আমি নতুন সিজন থেকে অনেক কিছু শিখেছি।  শুধু তাই নয়, এই সিজনে 'আরিয়া'-র (Aarya) চরিত্রটিকে আমি একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়ে একেবারে নতুন রূপে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করছি এই নতুন এই আরিয়াকে ও দর্শক আগের মতোই ভালোবাসায় ভরিয়ে দেবেন। 

আরও পড়ুন- Mr. & Mrs Mahi: মাঠের কেমিস্ট্রিতে জমে উঠবে প্রেম, করণ জোহরের প্রযোজনায় আসছে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'

দ্বিতীয় সিজনে নিজের স্বামীর একটি গোপন ভিডিও দেখতে পাবে আরিয়া (Aarya), যার মধ্যে লুকিয়ে এক গভীর রহস্য এবং সেই রহস্যের উদঘাটন করতে গিয়ে নানান চ্যালেঞ্জের পরিস্থিতির সম্মুখীন হয়ে হয় আরিয়াকে। ছবিতে আরিয়া অর্থাৎ সুস্মিতা সেনকে (Sushmita Sen) অ্যাকশনও করতে দেখা গেছে ট্রেলারে। আরিয়া ২ (Aarya 2) নিয়ে রাম মাধবনী বলেছেন, 'আরিয়ার দ্বিতীয় সিজ়ন আপনাদের সামনে আনতে পেরে আমরা সত্যিই খুব খুশি। শক্তি ও দুর্বলতার আদলে তৈরি হয়েছে আরিয়া চরিত্রটি। ভবিষ্যৎকে বাঁচানোর জন্য কীভাবে অতীতের সম্মুখীন হতে হচ্ছে সেই কথাই বলা হয়েছে। দ্বিতীয় সিজ়নে আরিয়াকে নতুন রূপে আবিষ্কার করবেন দর্শক।'

আরও পড়ুন- Kamal Hasan- করোনার কবলে এবার কমল হাসান আমেরিকা থেকে ফেরার পরই শারীরিক অবস্থার অবনতি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury