তাদের আসন্ন ছবি যুগ যুগ জিওর প্রচার করতে কলকাতায় এসেছেন ছবির নায়ক নায়িকা বরুন ধাওয়ান এবং কিয়ারা আদভানি।
২১ জুন তাদের ছবি যুগ যুগ জিওর প্রচারে কলকাতায় এসেছিলেন কিয়ারা এবং বরুন। পার্ক স্ট্রিটের রেস্তোরা থেকে শুরু করে কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সি, ভিক্টোরিয়া প্রচারে বাদ রাখেননি কোনো জায়গাই। এদিন কিয়ারাকে নিয়ন জাম্পস্যুট এবং বরুনকে নীল ডেনিমে দেখা গিয়েছিল। শহরে আসতে না আসতেই মিষ্টি দইয়ের আবদার জুড়ে দিয়েছিলেন নায়ক। বাইপাসের রেস্তোরায় বসে নায়কের কথায়, 'মাফিন কেক খেলাম কিন্তু এখনও মিষ্টি দইটা খাওয়া হল না।' যুগ যুগ জিও একটি আদ্যপান্ত পারিবারিক ছবি হতে চলেছে । সম্পর্কের গল্প বলবে এই ছবি। ছবির নায়ক বরুন সদ্যই বিয়ে সেরে ফেলেছেন। আর সেই অভিজ্ঞতা থেকে নাকি ছবির নায়িকা কিয়ারাকেও সম্পর্ক নিয়ে টিপস দিয়েছেন বরুন। 'অনিচ্ছা থাকা সত্বেও ভালবাসার মানুষের ভাল লাগাগুলোকে মান্যতা দেওয়া উচিত।’, ছবির নায়িকাকে নাকি এই পরামর্শই দিয়েছেন তিনি। বরুন ও কিয়ারার একটি গোপন কথা ফাঁস করে দিয়েছেন কলকাতায় এসে। তিনি জানালেন রাত ১০ টা বাজতে না বাজতেই নাকি ঘুমিয়ে পড়েন অভিনেত্রী। তার কথায়, ' আমাদের সেটে সবচেয়ে বয়স কম অনিলজির। আর কিয়ারা তো ১০টা বাজলেই ঘুম, বুঝতেই পারছেন বয়সের আগেই কে সব থেকে বুড়ো।'
বর এবং মেয়েকে ম্যাচিং স্নিকার্স উপহার প্রিয়াঙ্কা চোপড়ার, দেখে নিন ছবি
ফের অসুস্থ পরিচালক তরুণ মজুমদার, ভর্তি করতে হল এসএসকেএম-এ
'আমি ইন্ডাস্ট্রি এই ফর্মূলা এখন আর কাজ করে না', তীব্র কটাক্ষের বান ছুঁড়লেন রানা সরকার
আলিয়া ভাটের সঙ্গে বরুনের জুটি দর্শকরা খুব পছন্দ করেন। সে প্রসঙ্গ উঠতেই নায়ক বললেন , কিয়ারারও আসল নাম আলিয়া। তাই তাদের জুটিকেও নিশ্চয়ই পছন্দ করবেন দর্শক। বরুণের উত্তর, ‘আপনারা জানেন কিয়ারার আসল নাম আলিয়া। দারুণ তো! আমি সত্যিই আশা করি এই আলিয়ার সঙ্গেও আমার জুটি ভালবাসবে দর্শক।’
অনিল কপুর ও নীতু কপুর সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন। প্রায় ৯ বছর পর যুগ যুগ জিওর হাত ধরে বড় পর্দায় ফিরছেন নীতু কপুর। অন্যদিকে 'মলঙ্গ'-এর ব্যর্থতার পর যুগ যুগ জিও অনিল কাপুরের জন্যও কামব্যাক মুভি হতে চলেছে। যুগ যুগ জিওতে আসলে একটি আদ্যপান্ত ফ্যামিলি ড্রামা। পারিবারিক রিইউনিয়নের প্রেক্ষাপটে এগোবে ছবির গল্প। ২ মিনিট ৫৭ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে পরিবারের সদস্যদের মধ্যের কান্না-হাসি-মান অভিমান থেকে শুরু করে প্রেম ভালোবাসা রোম্যান্সের এক ভরপুর মিশ্রণ। এই ছবিরই এক প্রচার অনুষ্ঠান চলাকালীন বরুণ ধাওয়ানকে প্রশ্ন করা হয় যে স্ত্রী নাতাশা দালালের সঙ্গে তাঁর ঝগড়া হলে প্রথমে কে দুঃখপ্রকাশ করেন অথবা সরি শব্দটা উচ্চারণ করেন? উত্তরে বরুণ জানান যে তিনি নিজেও আগে সরি বলেন এবং অন্য পুরুষদেরও আগে সরি বলারও পরামর্শ দিচ্ছেন।