সারপ্রাইজ দিন বাবা-কে, ফাদার্স ডে উপলক্ষে রইল ভিন্ন স্বাদের ১৪ টি মজাদার রেসিপি

  • জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় ফাদার্স ডে
  • বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে এই দিবস পালন শুরু হয়
  •  ১৯০৮ সালে প্রথম পালিত হয়েছিল এই দিনটি
  • ফাদার্স ডে উপলক্ষে রইল তাই ১৪টি মজাদার রেসিপি

ফাদার্স ডে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বের ৫২টি দেশে পালিত হয়। আপাত দৃষ্টিতে অনেকের কাছেই মাতৃ দিবস বা পিতৃ দিবস পালনের বিষয়টি খুব একটা গুরুত্ব পায় না। তাই বলে এ ধরনের দিনগুলো একেবারেই যে অপ্রয়োজনীয়, তেমনটা কিন্তু মোটেও বলা যাবে না। সন্তানের জন্য বাবা-মায়ের ভালোবাসা অসীম। 

বিংশ শতাব্দীর প্রথমদিকে থেকে পিতৃ দিবস পালন শুরু হয়। আসলে মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল - এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকে যার শুরু। মনে করা হয়, ১৯০৮ সালের ৫ই জুলাই, আমেরিকার পশ্চিম ভার্জেনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় এই দিনটি প্রথম পালিত হয়েছিল। সেই থেকেই চলে আসছে এই রীতি।

Latest Videos

তাই এই বিশেষ দিনে বাবা-কে চমকে দিতে বানিয়ে দিতেই পারেন মজাদার রেসিপি। ফাদার্স ডে উপলক্ষে রইল এমনই একগুচ্ছ রেসিপি। যা মন ভালো করে দেবে বাবা-র তাই আর দেরি না করে দেখে নেওয়া যাক এমন ১৪ টি রেসিপি যার থেকে আপনি বেছে নিতে পারেন আপনার বাবার জন্য স্পেশাল পদটি। দেখে নিন এই ভিডিওটি-

Share this article
click me!

Latest Videos

'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today
Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে
‘Mamata Banerjee-র বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের কথা নেই’ Suvendu Adhikari-র চরম আক্রমণ
শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ
'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের