তালের এই পদ চেখে দেখেছেন কখনও , আজই ট্রাই করুন তালের ভাপা পিঠা

Published : Aug 25, 2020, 05:21 PM IST
তালের এই পদ চেখে দেখেছেন কখনও , আজই ট্রাই করুন তালের ভাপা পিঠা

সংক্ষিপ্ত

অনেক দিন ধরেই ঘরবন্দি সকলে এমন অবস্থায় ভালোমন্দ খাওয়ার মন করছে বাড়িতেই তৈরি হচ্ছে যাবতীয় মন পসন্দ পদ রইল বাড়িতেই সহজে তালের ভাপা পিঠা তৈরির রেসিপি

তবে এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় এমন বেশ কিছু ভিডিও সামনে এসেছে, যা আমাদের শিখিয়েছে খুব পদ্ধতিতে বাড়িতেই নানান পদ তৈরির সহজ উপায়। করোনা ভাইরাস হোক বা লকডাউন বাঙালি খাওয়ার পেলে আর কারও ধার ধারে না। এমন পরিস্থিতিতে দোকান খোলা না থাকলে কি হবে বাড়িতেই তৈরি হচ্ছে যাবতীয় মন পসন্দ খানা। 

আরও পড়ুন- ঘরোয়া উপাদানে তৈরি হবে সহজেই, মন ভালো করে দেবে ছোট থেকে বড় সকলের

নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে যার ফলে এই লকডাউনে বাড়িতে সব কিছুই তৈরি হচ্ছে। অনেক দিন ধরেই ঘরবন্দি সকলে। এমন অবস্থায় মাঝে মধ্যেই ভালোমন্দ খাওয়ার মন করছে। আর বাঙালি মানেই যে ভোজনরসিক তা আর আলাদা করে বলার বাকি রাখে না। বাড়িতেই চোখের পলকে নানান খাবার তৈরির কৌশল। যা এর আগে বাড়িতে তৈরির কথা কেউ ভাবেওনি। 

আরও পড়ুন- অন্য স্বাদের স্পাইসি চিকেন তাওয়া বোটি, রইল সহজ রেসিপি

সাধারণ সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হবে আজকের এই পদ। এমনই একটি ভিডিও রেসিপি রয়েছে আজ, যা খুব সহজেই শেখাবে, কি ভাবে ঘরে তৈরি করে নেওয়া যায় তালের ভাপা পিঠা। বাড়ির ছোটরা খুব পছন্দ করবে এই পদ। আর মাঝে মাঝে স্বাদ বদল করতে সকলেরই ইচ্ছে করে। তাই ঘরবন্দিতে মন খারাপ না করে দেখে নিন সহজেই তালের ভাপা পিঠা তৈরির খুব সহজ পদ্ধতি। দেখে নিন ভিডিওটি-

PREV
click me!

Recommended Stories

শীতকালে সজহে দই জমতে চায় না ? কাজে লাগান এই রেমেডি, মিলবে দোকানের মতো দই
শীতে নতুন ফল কমলালেবুতে বাজার ভরে উঠেছে, সঠিক কোনটি নেবেন জানেন কি ?