অক্ষয় তৃতীয়া হোক বা রমদান, লকডাউনে মিষ্টি মুখ হোক ঘরে তৈরি লাড্ডুতেই

  • লকডাউনের মধ্যেই কেটে যাচ্ছে একের পর এক উৎসব
  • অক্ষয় তৃতীয়া হোক বা রমদান ভরসা রাখুন বাড়ির তৈরি খাবারেই
  •  অক্ষয় তৃতীয়া আর লাড্ডু থাকবেনা তা কী হয়
  • রইল মতিচুরের লাড্ডু, বেসনের লাড্ডু ও গাজরের লাড্ডুর সহজ রেসিপি

করোনা আতঙ্কের জেরে কার্যত স্তব্ধ বিশ্বের বেশিরভাগ দেশের জন জীবন। এই সময়ে বাড়িতে থেকেই যত্ন নিতে হবে নিজের এবং পরিবারের। অন্যদিকে এমন সময় বিশেষ নজর দিতে হচ্ছে খাবারেও। প্রতিদিন একঘেয়ে খাবার খেতে সবথেকে কষ্ট হচ্ছে ছোটদের। আর লকডাউনের মধ্যেই কেটে যাচ্ছে একের পর এক উৎসব। তাই অক্ষয় তৃতীয়া হোক বা রমদান ভরসা রাখুন বাড়ির তৈরি খাবারেই। অক্ষয় তৃতীয়া আর লাড্ডু থাকবেনা তা কী হয়। পুজো থেকে শুরু করে অতিথি আপ্যায়ণ বা মুখ বদলের জন্য এই মিষ্টি পদটির জুড়ি মেলা ভার। তাই আজ রইল অক্ষয় তৃতীয়া ও রমদান উপলক্ষে কয়েকটি লাড্ডুর সহজ রেসিপি- 

আরও পড়ুন- ঘরবন্দিতে ছোটদের মন ভালো রাখতে স্বাদ বদলান, ব্রেকফাস্টে রাখুন স্বাস্থ্যকর এই পদ

Latest Videos

বেসনের লাড্ডু বানাতে লাগবে-

১ কাপ বেসন
১ চা চামচ বেকিং পাউডার
পরিমান মত সাদা তেল
দেড় কাপ চিনি
১ চা চামচ এলাচ গুঁড়ো
সামান্য় ঘি

যেভাবে বানাবেন-

প্রথমে চিনি দিয়ে সিরা তৈরি করে ঠাণ্ডা হতে দিন। অন্য একটি পাত্রে জল দিয়ে বেসন গুলিয়ে নিন। খুব ভালো করে বেসন ফেটিয়ে নিন যাতে কোনও দানা না থাকে। এরপর এই ব্যাটার দিয়ে ছাঁকা তেলে ভেজে বুন্দিয়া তৈরি করে নিন।  সিরার মধ্যে বুন্দিয়াগুলি দিয়ে মিশিয়ে নিন। এরপর হালকা গরম থাকা অবস্থায় হাতে ঘি মাখিয়ে লাড্ডুর আকারে গড়ে নিন। এভাবেই সহজে তৈরি করে 

আরও পড়ুন- প্রোটিনে ভরপুর সুস্বাদু এই পদ চেখে দেখেছেন, ঝটপট বানিয়ে নিন এই পদ

গাজরের লাড্ডু বানাতে লাগবে-

১ বাটি গাজর কুঁচি
২ কাপ চিনি
১ লিটার দুধ 
৩-৪ টে এলাচ
১ চা চামচ দারচিনি গুঁড়ো
পরিমান মত কাজু ও কিশমিশ
৩-৪ টেবল চামচ ঘি
হাফ কাপ খোয়া ক্ষীর

যে ভাবে বানাবেন-

দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এরপরে দুধের মধ্যে গাজর কুঁচি দিয়ে নাড়তে থাকুন। মনে রাখবেন পুরোটাই তৈরি হয়ে মাঝারি আঁচে। গাজর নরম হয়ে এলে এরসঙ্গে একে একে এলাচ, দারচিনি গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরমধ্যে দুধ ঘন হয়ে শুকিয়ে এলে উপর থেকে ঘি, খোয়া ক্ষীর ও কাজু ও কিশমিশ দিয়ে মিশিয়ে দিন। তবে লক্ষ্য রাখতে হবে যেন কোনওভাবেই পাত্রের নীচে লেগে না যায়। তাহলে পুরও মিশ্রণের থেকে পোড়া গন্ধ থেকে যাবে। মিশ্রণটি হালকা সোনালি রং ধরলেই নামিয়ে ঠাণ্ডা হতে দিন। এরপর লাড্ডুর আকারে গড়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন গাজরের লাড্ডু।

মতিচুরের লাড্ডুর রেসিপি-

এই লাড্ডু তৈরির করতে লাগবে 

১ কাপ বেসন
১ চা চামচ বেকিং পাউডার
হাফ কাপ  জল
পরিমান মত তেল
১ কাপ চিনি
হাফ কাপ ড্রাই ফ্রুট কুঁচি
সামান্য় ঘি

যেভাবে বানাবেন-

প্রথমে বেসন ও বেকিং পাউডার একসঙ্গে জলে মিশিয়ে ব্যাটার তৈরি করে একঘন্টা রেখে দিন।  এরপর একটি পাত্রে তেল গরম করে ব্যাটার দিয়ে ঝাঁঝরির সাহায্যে বুন্দিয়ার মতো করে ভেজে নিতে হবে। এরপর সমস্ত ব্যাটার দিয়ে বুন্দিয়া তৈরি করে নিয়ে এরসঙ্গে সমস্ত ড্রাই ফ্রুট কুঁচি মিশিয়ে নিন। চিনি দিয়ে ঘন সিরাপ তৈরি করে নিন। এই সিরার মধ্যে বুন্দিয়াগুলি দিয়ে মিশিয়ে নিন। এরপর হালকা গরম থাকা অবস্থায় হাতে ঘি মাখিয়ে লাড্ডুর আকারে গড়ে নিন। তৈরি গণেশের প্রিয় মতিচুরের লাড্ডু।

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury