Special Snacks Recipe- আড্ডার আসরে বাড়িতে তৈরি স্টাটারের স্বাদ, এবার বানিয়ে ফেলুন চিকেন মাঞ্চুরিয়ান

Published : Nov 07, 2021, 03:55 PM IST
Special Snacks Recipe- আড্ডার আসরে বাড়িতে তৈরি স্টাটারের স্বাদ, এবার বানিয়ে ফেলুন চিকেন মাঞ্চুরিয়ান

সংক্ষিপ্ত

রাইস এবং ন্যুডুলসের সঙ্গে এক কথায় অসাধারণ কম্বিনেশন। তাই পার্টির জন্য রইল চিকেনের খুব সুস্বাদু একটি রেসিপি ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান। 

রাইস (Rice) এবং ন্যুডুলসের সঙ্গে এক কথায় অসাধারণ কম্বিনেশন। তাই পার্টির (party) জন্য রইল চিকেনের খুব সুস্বাদু (Test) একটি রেসিপি (Recipe) ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান। বাঙালিরা বেশির ভাগই মাছের পরেই চিকেনের জন্য বেশ ‘টান’অনুভব করেন। তাই এই রেসিপিটি যে বঙ্গ ভজন রসিকদের ভাল লাগবে, তা হলফ করে বলতে পারি। চিকেন-এর একটি জনপ্রিয় পদ। লাঞ্চ বা ডিনারে সার্ভ করা যেতে পারে এটি।  আজই বানিয়ে ফেলুন ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান।

ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান বানাতে লাগবে-

৫০০ গ্রাম বোনলেস চিকেন
১ টা ডিমের সাদা অংশ
১ চা চামচ আদা রসুন পেস্ট
১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো বা পেস্ট
২ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার
১/২ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো 
দেড় টেবিল চামচ চালের গুঁড়ো
১ টেবিল চামচ সোয়া সস্
লবন স্বাদ মতন
সাদা তেল প্রয়োজন মত

আরও পড়ুন- আম খাওয়ার পরই কি এই খাবারগুলি খাচ্ছেন, শ্বাসকষ্টের সমস্যা থেকে হতে পারে বড় বিপদ 

আরও পড়ুন- ঠান্ডা না গরম দুধ, গ্যাস্ট্রিকের সমস্যায় কোনটা উপকারি, কাজে লাগান ঘরোয়া টোটকা

মাঞ্চুরিয়ান সস্ বানাতে লাগবে-

১ টা বড় পেঁয়াজ বড় টুকরো করে কাটা
১/২ টেবিল চামচ আদা কুচি
১ টেবিল চামচ রসুন কুচি
২ চা চামচ রেড চিলি সস্
১ কাপ চিকেন স্টক বা জল
দেড়  টেবিল চামচ সোয়া সস্
১ চা চামচ ভিনিগার
২ চা চামচ কর্ণফ্লাওয়ার
২ কাপ বেল পেপারস্ বড় টুকরো করে কাটা
কিছু স্প্রিং অনিয়ন
১/২ চা চামচ চিনি
সামান্য জল
স্বাদ মতন লবন

যেভাবে বানাবেন-

১) চিকেনের টুকরোর সঙ্গে সোয়া সস্, আদা রসুন পেস্ট, লবন, গোলমরিচ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো বা পেস্ট ভাল করে মিশিয়ে নিন। 
২) এরপর এর মধ্যে ডিমের সাদা অংশ ও চালের গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে ম্যারিনেট করে ১ ঘন্টা রেখে দিন। 
৩) ননস্টিক প্যানে তেল গরম করে চিকেনের টুকরোগুলো লাল করে ভেজে তুলে রাখুন। 
৪) ছোট্ট একটি বাটিতে জল দিয়ে কর্ণফ্লাওয়ার ভাল করে গুলে নিন। 
৫) চিকেন ভাজা তেলে রসুন কুচি, আদা কুচি আগে ভাল করে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে ভেজে নিন। 
৬) এর মধ্যে ক্যাপসিকাম কিউব বা বেল পেপারস্ গুলো দিয়ে আরও ২মিনিট ভাজুন। 
৭) উপর থেকে সোয়া ও রেড চিলি সস্ দিয়ে দিন যখন ফুটে উঠবে তখন জল দিয়ে গুলে রাখা কর্ণফ্লাওয়ার ও জল দিয়ে দিন। 
৮) গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা চিকেনের টুকরো গুলো দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। 
৯) প্রয়োজনে অল্প জল দিয়ে ভাল মতন চিকেনের টুকরো গুলে সেদ্ধ করে নেবেন। 
১০) গ্রেভিটা খুব ঘন হয়ে এলে স্প্রিং অনিয়ন দিয়ে টস্ করে নামিয়ে নিয়ে, গরম গরম পরিবেশন করুন সবার প্রিয় ড্রাই চিকেন মাঞ্চুরিয়ান।

     

PREV
click me!

Recommended Stories

চিকেন মটন বাদ দিন, আলু দিয়ে বানিয়ে খান সুস্বাদু একটি দারুণ স্যুপ, রইল রেসিপি
শীতকালে সজহে দই জমতে চায় না ? কাজে লাগান এই রেমেডি, মিলবে দোকানের মতো দই