চোখের পলকে তৈরি হবে বাংলার মশালাদার পদ লোভনীয় খাট্টা বেগুন

Published : Mar 24, 2021, 04:13 PM IST
চোখের পলকে তৈরি হবে বাংলার মশালাদার পদ লোভনীয় খাট্টা বেগুন

সংক্ষিপ্ত

বেগুন অনেকেই পছন্দ করেন না তবে এই পদ তৈরি করলে আঙ্গুল চাটতে হবে  এই পদের নাম খাট্টা বেগুন চোখের পলকে তৈরি হবে মশালাদার খাট্টা বেগুন

বেগুন অনেকেই পছন্দ করেন না, তবে বেগুনের এই পদ তৈরি করলে আঙ্গুল চাটতে হবে সকলের। এই পদের নাম খাট্টা বেগুন। কিভাবে তৈরি করবেন সহজ এই পদ তা জেনে নিন। ঘরে সহজেই তৈরি করতে পারবনে আপনিও। গরমের সময় এমনিতেই হালকা খাবার খাওয়া উচিত। তবে মাঝে মাঝে মুখ বদলের জন্য এমন স্পাইসি পদ ট্রাই করা যেতেই পারে। 

আরও পড়ুন- সস্তায় পুষ্টিকর পদ, সঠিক ডায়েট মেনে পাতে রাখুন মুখরোচক স্ন্যাক্স 

বাঙালি মানেই যে ভোজনরসিক তা আর আলাদা করে বলার বাকি রাখে না। নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে যার ফলে বাড়িতে তৈরি হচ্ছে নানান পদ। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিন আজকের এই সুস্বাদু পদ। বেগুন দিয়ে যে এত লোভনীয় পদ তৈরি করা যায় তা এই পদটি না বানালে বুঝতে পারবেন না। তাই আর দেরি না করে বাড়িতেই বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই লোভনীয় পদ। দেখে নিন ভিডিওটি-

আর মহামারী আবহে সুস্থ থাকতে বাড়িতেই তৈরি খাবার খাওয়া উচিত। বর্তমানে নতুন নতুন রান্না করার চাহিদা বেড়ে গিয়েছে কয়েকগুণ। তাই আজও একটু স্পাইসি অথচ একেবারে কম খরচে এমন এক পদ নিয়ে হাজির হয়েছি, যা আপনাদের সকলের ভালো লাগবে।

PREV
click me!

Recommended Stories

শীতে শরীর গরম রাখুন, তিলের লাড্ডু খেয়ে সতেজ থাকুন
চিকেন মটন বাদ দিন, আলু দিয়ে বানিয়ে খান সুস্বাদু একটি দারুণ স্যুপ, রইল রেসিপি