সস্তায় পুষ্টিকর পদ, সঠিক ডায়েট মেনে পাতে রাখুন মুখরোচক স্ন্যাক্স

  • চাট হিসেবে একেবারে মানানসই এই পদ
  • সস্তায় পুষ্টিকর পদ হিসেবে এর কোনও তুলনা হয় না
  • কম তেলে সঠিক ডায়েট মেনে চলতে এই পদের জুড়ি মেলা ভার
  • রইল জিভে জল আনা পুষ্টিকর এই পদ

Asianet News Bangla | Published : Mar 22, 2021 11:10 AM IST

অনেকেই নানান পদ বানিয়েছেন লকডাউনে, তবে আজকের এই রেসিপি, সাধারণ ডিমের পদের তুলনায় আলাদা। ঘরে একেবারে সহজেই কিন্তু অন্য স্বাদের এই রেসিপি আশা করি ভালো লাগবে সকলেরই। বাঙালি মাছের পরেই ডিম খেতে খুব পছন্দ করেন। আর ডিম পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুরুহ। ফলে ঝোল, ফ্রাই, সিদ্ধের পরেও আরও নানা স্বাদের পদ মন ভরিয়ে দেয় ডিম প্রেমীদের।

আরও পড়ুন- আর একঘেয়ে চিকেন-এর পদ নয়, ট্রাই করে দেখুন স্পাইসি চিকেন তাওয়া বোটি-র রেসিপি 

বাড়ির ছোটদের বা বয়স্কদের জন্য যে এই পদ সবচেয়ে বেশি উপকারী।  ব্রেকফাস্ট হোক বা ডিনার কম তেলে সঠিক ডায়েট মেনে চলতে এই পদের জুড়ি মেলা ভার। একেবারে সহজ পদ্ধতিতে কীভাবে এই পদ বানাবেন রইল তার হদিশ। তাই দেরি না করে দেখে নিন কিভাবে বানাবেন এই পদ, তার হদিশ দিচ্ছে মাস্টার শেষ সঞ্জীব কাপুর। দেখে নিন এগ চাট তৈরির ভিডিওটি-

আরও পড়ুন- তৈরি করা খুব সহজ, রইল টারকিস ব্রেড তৈরির সহজ রেসিপি 

শুধু রেসিপি নয় কি ভাবে এই এগ চাট অনেকক্ষণ টাটকা রাখতে পারবেন রয়েছে সেই টিপসও। বাড়িতে বানিয়েও নিতে পারবেন সহজেই।  আর নতুন নতুন রেসিপি কিন্তু বানাতে যারা ভালোবাসেন তাঁদের জন্য এই রেসিপি একেবারে অনবদ্য। বিশেষ করে যারা রান্না করে খাওয়াতে ভালোবাসেন। তাঁদের কথা মাথায় রেখেই আজ রয়েছে অন্য স্বাদের

Share this article
click me!