ছুটির দিনে আড্ডা জমবে মশলাদার স্ন্যাক্সের সঙ্গে, রইল সহজ রেসিপি

  • চায়ের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে আমারা বিস্কুট নিয়ে থাকি
  • এবার আরও জমে উঠবে চায়ের আড্ডা
  • রইল চায়ের সঙ্গে খাওয়ার মজাদার পদ
  • বেসনের মশলাদার পাপড়ি বানানোর সহজ রেসিপি

Asianet News Bangla | Published : Jan 10, 2021 11:22 AM IST

চা-এর সঙ্গে জলখাবারে কি খাওয়া যায়, এই নিয়ে আমাদের অনেক সময় চিন্তায় পড়তে হয়। চায়ের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে আমারা বিস্কুট নিয়ে থাকি। তবে আজ আমরা এমন একটি পদ যা চা-এর সঙ্গে জলখাবার হিসেবে খাওয়া যেতে পারে। আর এই পদটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। বেসন ও ময়দা দিয়ে তৈরি ক্রাস্ট স্বাদ নিতে পারেন। এই পদটি খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। আর খুব সহজে বানিয়ে নেওয়া যায়। জেনে নেওয়া যাক ছাতু ও ময়দা দিয়ে তৈরি চাপাটির রেসিপি-

এর জন্য লাগবে-

আরও পড়ুন- লাঞ্চ হোক বা ডিনার, যে কোনও সময়ে ভুড়িভোজ জমিয়ে দেবে এই পদ

২ কাপ বেসন
এক চিমটে হিং
আধা চা চামচ বেকিং পাউডার
এক চা চামচ জিরা গুঁড়ো
আধা চা চামচ হলুদ গুঁড়ো
আধা চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
৩ চামচ ময়দা
১ কাপ সেলারি কুঁচি 
২ চামচ ভেজিটবল তেল
স্বাদ অনুযায়ী লবণ

যে ভাবে বানাবেন-

আরও পড়ুন- শীতের আড্ডা আরও মজাদার করতে, বানিয়ে ফেলুন অন্য স্বাদের ফুলকপির রোস্ট

১) একটি পাত্রে বেসন ও ময়দা, সেলারি, জিরার গুঁড়ো, হলুদ, হিং, লাল লঙ্কার গুঁড়ো, বেকিং পাউডার, লবণ এবং তেল দিন এবং এটি ভালভাবে মেশান। 
২) খুব ভালো করে নরম করে মেখে নিন। এরপর লেচি কেটে বেলে নিন। 
৩) বেলার সময় খেয়াল রাখবেন, খুব পাতলা যেন না হয়। 
৪) অনেকটা পিৎজা তৈরি মত করে বেলে নিয়ে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিন। 
৫) প্রয়োজনে মাইক্রোঅভেনে বেক করে নিতে পারেন। 
৬) অথবা প্যানে তেল গরম করে দুইপাশ ভালো করে ভেজে পাপড়িগুলি তুলে নিন। 
৭) এরপর টিস্যুতে রেখে অতিরিক্ত তেল বের করে নিন। 
৮) ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে ঢেকে রেখে দিন। যখন খুশি চায়ের সঙ্গে সার্ভ করুন।

Share this article

Latest Videos

click me!

Latest Videos

Suvendu Adhikari : কোচবিহার কাণ্ডে তৃণমূলকে তীব্র ভৎসনা শুভেন্দু অধিকারীর, দেখুন কী বললেন তিনি
Malda News : পুলিশের জালে দুই মাস্টার মাইন্ড, উদ্ধার লক্ষ্যধিক টাকার মাদক দ্রব্য
Suvendu Adhikari : 'হকার উচ্ছেদের নামে আপনি গরিবের পেটে লাথি মেরেছেন' মমতাকে আক্রমণ শুভেন্দুর
Bhangar TMC ISF | ভাঙড়ে বড়সড় ভাঙন আইএসএফে, শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিল পঞ্চাশজন কর্মী
Nadia Bomb Blast: শান্তিপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত