এই মরশুমের সেরা জলখাবার, চটজলদি তৈরি করে নিন অন্য স্বাদের মুলোর পরোটা

  • গরমকালে প্রয়োজন হালকা খাবারের
  • তবে শীতকালে একটু অন্য স্বাদের খাবার খাওয়াই যায়
  • কারণ, শীতকাল উৎসব সময়
  • জলখাবারের জমে যাবে মুলোর পরোটায়

শীতকাল মানেই উৎসবের মুরশুম। গরমকালে যেমন যত হালকা খাবার খাওয়া যায় শরীর ততই সুস্থ থাকে। আর শীতকালে মাঝে মাঝে স্পাইসি খাবার খাওয়া যেতেই পারে। আর শীতকালের বাজার মানেই সবজিতে ঠাসা। আর এই সবজি ঠাসা বাজারের তালিকায় শীতকালে মুলো থাকবেই। তাই শীতকালের সেরা জলখাবারের মধ্যে একটি হল মুলোর পরোটা। ধনে পাতার চাটনি বা পাঁচ মিশেলি আচার দিয়ে এই পরোটা-কে না বলতে পারবে না অনেকেই। ছোটরাও এই জল খাবার খুব পছন্দ করে। তবে চলুন জেনে নেওয়া যাক মুলোর পরোটা বানানোর সবথেকে সহজ রেসিপি-

আরও পড়ুন- এই শুষ্ক মুরশুমে শরীর সুস্থ ও ডিহাইড্রেট হওয়া থেকে বাঁচতে, পাতে রাখুন স্বাস্থ্যকর ভেজ স্যুপ

Latest Videos

মুলোর পরোটা বানাতে লাগবে-
 
প্রয়োজন মত ময়দা
২টো বড় মাপের মুলোর গ্রেট করা
সামান্য ধনে পাতা কুঁচি
১ চা চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ জিরে গুঁড়ো
২ টেবল চামচ টকদই
১ চা চামচ লিচি ফ্লেক্স
২ চামচ সাদা তেল
স্বাদ মতন লবন
পরিমান মত ঘি

আরও পড়ুন- চেখে দেখুন পেঁয়াজ ছাড়া চিকেনের এই পদ, রইল অন্য স্বাদের এই রেসিপি

যে ভাবে বানাবেন- 

একটি পাত্রে ময়দা ও এক চিমটে লবন, ঘি বাদে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে ১ ঘন্টার মত রেখে দিন। মনে রাখতে হবে যখন ময়দা মাখবেন হালকা গরম জলে মাখবেন। এতে ময়দা মাখা খুব ভালে হবে আর পরোটাও নরম থাকবে। পরোটা বেলার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনও ভাবেই ভেতর থেকে মুলোর স্টাফ বেরিয়ে না যায়। এরপর তেল দিয়ে বেলে ননস্টিক প্যানে ঘি দিয়ে পরোটা ভেজে নিন। ভাজার সময় খেয়াল রাখতে হবে, সব সময় আঁচ কমিয়ে ভাজতে হবে। না হলে ভেতরে মুলোর স্টাফ কাঁচা থেকে যাবে। ভালো করে পরোটার দুই পাশ ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম গরম ধনে পাতার চাটনি বা পাঁচ মিশেলি আচার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। পরিবারের সঙ্গে জমে উঠুক আপনার শীতকালীন জল খাবার।

Share this article
click me!

Latest Videos

Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M