শীতের আড্ডা জমে উঠুক স্পাইসি ফিশ ফ্রাই-এর সঙ্গে, রইল সবচেয়ে সহজ রেসিপি

  • মাছের নতুন নতুন পদ জানা থাকলে, খুব কাজে দেয়
  • খুব কম সময়ে বানাতে এই পদের জুরি মেলা ভার
  •  স্বাদ বদলাতে আমরা নানা ধরনের রেসিপি ট্রাই করে থাকি
  • আজ রইল মাছ দিয়ে মশলাদার স্ন্যাকস বা স্টার্টারের এই রেসিপি
     

আজ রইল মাছের মশলাদার স্ন্যাকস বা স্টার্টারের এই রেসিপি। রেস্তোরাঁ খাবারের মত সুস্বাদু পদ বাড়িতেই বানিয়ে নিন সহজেই। আর যাই হোক মাছের নতুন নতুন পদ জানা থাকলে, খুব কাজে দেয়। খুব কম সময়ে মুখরোচক পদ বানাতে খুব কম সময়ে বানাতে এই পদের জুরি মেলা ভার। তাই একঘেয়ে স্বাদ বদলাতে আমরা নানা ধরনের রেসিপি ট্রাই করে থাকি। শীতের আড্ডা জমে উঠুক মুখরোচক এই পদে। বানানো খুব সহজ আর সময় খুব কম লাগে। দেখে নেওয়া যাক স্পাইসি ফিশ ফ্রাই এর রেসিপি

স্পাইসি ফিশ ফ্রাই বানাতে লাগবে-

Latest Videos

আরও পড়ুন- এই মরশুমের সেরা জলখাবার, চটজলদি তৈরি করে নিন অন্য স্বাদের মুলোর পরোটা

বড় মাপের ভেটকি মাছ সেদ্ধ করা
মিক্সড স্পাইস ১ চা চামচ
টক দই ২ টেবল চামচ
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
ময়দা ২ টেবল চামচ
কর্ণফ্লাওয়ার গুঁড়ো ১ টেবল চামচ 
সামান্য় লেবুর রস
লবন স্বাদ মতন
তেল পরিমান মত
সামান্য বাটার

যে ভাবে বানাবেন-

আরও পড়ুন- এই শুষ্ক মুরশুমে শরীর সুস্থ ও ডিহাইড্রেট হওয়া থেকে বাঁচতে, পাতে রাখুন স্বাস্থ্যকর ভেজ স্যুপ

মাছ ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। 
এবার সমস্ত মশলা দিয়ে মেখে ময়দা, কর্ণফ্লাওয়ার ছাড়া আগের দিন রাতে ফ্রিজে ম্যারিনেট করে রাখুন। 
ডিপ ফ্রাই করার মত তেল ও বাটার নিয়ে পাত্রে নিয়ে গরম করতে দিন। 
ময়দা, কর্ণফ্লাওয়ার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে তাতে ম্যারিনেট করা মাছ কোট করে নিন। 
লক্ষ্য রাখতে হবে যেন মাছের গায়ে খুব ভালো করে ময়দা, কর্ণফ্লাওয়ার গুঁড়ো কোটিং হয়। 
তেল গরম হলে ডিপ ফ্রাই করুন। 
মনের মত সাজিয়ে স্টার্টার হিসেবে পরিবেশন করুন স্পাইসি ফিশ ফ্রাই।

Share this article
click me!

Latest Videos

'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!