চেলসির হারে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনে নতুন সমীকরণ

Published : Jul 12, 2020, 10:11 AM IST
চেলসির হারে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনে নতুন সমীকরণ

সংক্ষিপ্ত

ফের প্রিমিয়ার লিগে হার চেলসির শেফিল্ড ইউনাইটেডের কাছে লজ্জার হার চেলসির ৩৫ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে তারা ম্যান ইউ নিজেদের পরের ম্যাচে জিতলেই টপকে যাবে চেলসিকে 

ফের হার চেলসির। চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের রাস্তায় ফের বড়সরো ধাক্কা খেল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। শেফিল্ড ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরে বেকায়দায় ব্লুজ-রা। দুই ম্যাচ আগে লিগ টেবিলের তলার দিকে থাকা ওয়েস্ট হ্যামের কাছে হেরে মাঠ ছাড়তে হয় চেলসিকে। তারপর পর পর দুটি ম্যাচে জিতে ছন্দে ফিরেছিল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ছেলেরা। কিন্তু এখন আবার এই হারে চেলসির চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন নিয়ে প্রশ্ন তুলে দিল। 

আরও পড়ুনঃময়দানেই আইএসএল এবং বড় ম্যাচ হবে, ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

শেফিল্ডের ডেভিড ম্যাকগোল্ডরিকের জোড়া গোল এবং ওলি ম্যাকবার্নির হেডে চেলসিকে ৩-০ গোলে হারালো শেফিল্ড। চলতি লিগে এটাই ডেভিড ম্যাকগোল্ডরিকের প্রথম গোল ছিল। শেফিল্ড চলতি লিগে প্রথমবার কোনও শীর্ষে থাকা দলের বিরুদ্ধে জয় পেল। ইউরোপা লিগে যোগ্যতা অর্জনের লড়াইয়ে ভালো মতন রয়েছে তারা। এই বছরই ফার্স্ট ডিভিশনের যোগ্যতা অর্জন করেছে তারা। কিছুদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে শোচনীয় ভাবে হারতে হলেও তারা আবার ঘুরে দাঁড়িয়েছে। 

আরও পড়ুনঃএবার ভারতীয় ক্রিকেটে করোনার থাবা, আক্রান্ত তারকা ক্রিকেটার

আরও পড়ুনঃধোনির জন্য গান গাইলেন গ্যাংস অফ ওয়াসেপুরের অভিনেতা বিনীত কুমার, যা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়

আজ রাতে সাউদাম্পটনের বিরুদ্ধে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ টেবিলে খুব একটা ভালো জায়গায় নেই তারা। কিন্তু তা সত্ত্বেও ম্যানচেস্টার সিটি-কে কয়েকদিন আগেই নিজেদের ঘরের মাঠে হারিয়েছে তারা। তাই তাদেরকে হালকা ভাবে নেওয়ার কোনও উপায় নেই। উল্টোদিকে এই মুহুর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে ম্যান ইউ। সাউদাম্পটনকে হারিয়ে চেলসিকে টপকে লিগ টেবিলের তিন নম্বর স্থান দখল করতে বদ্ধপরিকর তারা।

PREV
click me!

Recommended Stories

আইএসএল ২০২৬: কলকাতা ডার্বির আয়োজক কারা? ইস্টবেঙ্গলের আপত্তিতে সূচি নিয়ে জটিলতা
Indian Super League: আইএসএল সম্প্রচারের টেন্ডার প্রকাশ করল ফেডারেশন, কী কী শর্ত রয়েছে?