মার্শিয়াল এবং র‍্যাশফোর্ডের গোলে চ্যাম্পিয়ন্স লিগের আশা জিইয়ে রাখলো ম্যান ইউ

  • গত ম্যাচে পয়েন্ট নষ্ট করছিল রেড ডেভিলসরা
  • গতকাল রাতে সেই ভুলের পুনরাবৃত্তি করলো না পোগবার
  • ক্রিস্টাল প্যালেস কে হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে ম্যান ইউ
  • পরের ম্যাচে খেলতে হবে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে

১৩ তারিখ রাতে শেষ মুহুর্তে জয় হাতছাড়া হয়েছিল। ম্যাচের একদম অন্তিম লগ্নে গোল খেয়ে ৩ পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল ওলে গানার সলসায়ারের দলকে। সেই ম্যাচে জিতলে লিগ টেবিলে ৩ নম্বরে পৌঁছে যেতে পারতো রেড ডেভিলসরা। তার বদলে ড্র করে ৫ নম্বরেই রয়েছে তারা। আগের ম্যাচের ভুল কাল রাতের ম্যাচে করলেন না ফার্নান্দেজ, পোগবারা। জিতে ৩ পয়েন্ট সংগ্রহ করেও অবশ্য পাঁচ নম্বরেই রয়ে গেলেন তারা। চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে এখন তাদের প্রধান প্রতিপক্ষ চেলসি এবং লেস্টার সিটি। লেস্টারের সঙ্গে এখনও খেলা বাকি ম্যান ইউয়ের। চেলসির এখনও খেলা বাকি লিভারপুল ও উলভসের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। কিন্তু খেতাব নিশ্চিত হওয়ার পর লিভারপুল আর আগের সেই ফর্মে নেই। তাদের সম্প্রতি হারতে হয়েছে আর্সেনালের কাছে। উলভস-ও নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে। ফলে কারোর উপর ভরসা না করে নিজেদের খেলাগুলি জিতেই চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করতে চায় ম্যান ইউ। 

আরও পড়ুনঃএক ম্যাচ বাকি থাকতেই খেতাব জয় রিয়ালের, ওসাসুনার কাছে লজ্জার হার বার্সার

Latest Videos

কাল রাতে ক্রিস্টাল প্যালেস-কে ম্যান ইউ হারিয়েছে ২-০ গোলে। মরশুমের শুরুতে নিজেদের ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছেই হারতে হয়েছিল তাদের। অ্যাওয়ে ম্যাচে সেই ভুল করলেন না রেড ডেভিলসরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচের প্রথম গোল করেন মার্কাস র‍্যাশফোর্ড। যদিও ৫৫ মিনিটে গোল শোধ করে দিয়েছিল ক্রিস্টাল প্যালেস কিন্তু সেই গোল রিভিউয়ের পর বাতিল হয়। ৭৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের শট পোস্টে লেগে ফেরে। তার ঠিক চার মিনিট পরে র‍্যাশফোর্ডের পাস থেকে নিজের ১৭ নম্বর লিগ গোল করে ম্যাচে জয় নিশ্চিত করেন মার্শিয়াল। 

আরও পড়ুনঃজন্টি রোডসকে দেখেই ক্রিকেটার হওয়ার ইচ্ছে জেগেছিল, জানালেন এবি ডিভিলিয়ার্স

আরও পড়ুনঃধোনির প্রশংশায় গ্যারি কার্স্টেন, মন ছুঁয়ে যাওয়া এক ঘটনাও জানালেন প্রাক্তন ভারতীয় কোচ

সাউদাম্পটনের বিরুদ্ধে ম্যাচটি বাদ দিলে এই মুহুর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগ। প্রতি ম্যাচে গোল করছেন র‍্যাশফোর্ড, মার্শিয়াল-রা। ছন্দে রয়েছেন তরুন তারকা মেসন গ্রিনউড। মাঝমাঠে অসাধারণ ফর্মে রয়েছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। তবে এই ম্যাচে জেতার পর অন্য একটি বিষয় চিন্তায় রেখেছে রেড ডেভিল ম্যানেজার ওলে গানার সলশায়ারকে। এই ম্যাচের দুদিন পরেই এফ এ কাপের সেমিফাইনালে চেলসির বিরুদ্ধে খেলতে হবে ম্যান ইউকে। রেড ডেভিলসদের চেয়ে অনেক বেশি বিশ্রাম পেয়ে ওই ম্যাচে নামবে চেলসি। এই সুচির ব্যাপারেই অসন্তোষ প্রকাশ করেছেন ওলে।

Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা