করোনা পরিস্থিতিতে ত্রাহি ত্রাহি রব চারিপাশে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তার উপর আবার কোভিড দ্বিতীয় ঢেউয়ের মাঝেই জাঁকিয়ে বসেছে ব্ল্যাক ফাঙ্গাস। করোনা রোগীদের মধ্যে মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ে এই ব্ল্যাক ফাঙ্গাস । করোনা থেকে সেরে উঠলেও ব্ল্যাক ফাঙ্গাসের কবলে পড়েছেন অনেকে। বিশেষত করোনায় আক্রান্ত হয়ে যারা স্টেরয়েড নিচ্ছেন তাদের মধ্যে এই রোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্ল্যাক ফাঙ্গাসের অন্যতম উপসর্গ দেখা যায় মুখের ভিতর। ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে কীভাবে মুখের যত্ন নেবেন, কী বলছেন চিকিৎসকেরা। জেনে নিন পরামর্শ।