করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গের মধ্যে ভারতের সামনে নয়া চ্যালেঞ্জ, মিউকরমাইকোসিস বা কালো ছত্রাক সংক্রমণ। বিভিন্ন রাজ্য়েই কোভিড রোগীদের মধ্যে মারাত্মক হারে বাড়ছে এই ছত্রাকঘটিত সংক্রমণ। বৃহস্পতিবারই ভারত সরকার সকল রাজ্যকে নির্দেশ দিয়েছে এই রোগকেও মহামারি রোগ হিসাবে ঘোষণা করতে। কালো ছত্রাক সংক্রমণ ভারতের করোনা পরিস্থিতি কঠিনতর করে তুলেছে। এরই মধ্যে হাজির নয়া হুমকি, 'হোয়াইট ফাঙ্গাস' বা 'সাদা ছত্রাক সংক্রমণ' সাথে যুক্ত বিহারে এমন ঘটনা সনাক্ত করা হয়েছে, যা স্বাস্থ্য বিশেষজ্ঞরা কালো ছত্রাকের হুমকির চেয়েও ভয়ঙ্কর বলে মনে করেন।