কেকেআর দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও তাঁর খুব ভাল সম্পর্ক। আইপিএল ২০২০ এবং আইপিএল ২০২১-এ নাইট শিবিরে না আসতে পারলেও, পোস্ট ম্যাচ পার্টির সময় রাসেল-কে ফোন করে দলের সকলের সঙ্গে কথা বলেন তিনি। এমনকী, নীতিশ রানা (Nitish Rana), কমলেশ নাগারকোটির (Kamalesh Nagarkoti) মতো তরুণ ক্রিকেটারদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। এমনকী, কেকেআর দলেই রয়েছে তাঁর বিশেষ বন্ধুও।