ওই সাক্ষাৎকারে নার্গিস বলেন, "নতুন সংস্কৃতিকে কীভাবে কৌশল করতে হয় তা আমি জানতাম না। যেহেতু আমি আমার কাজের বিষয়ে সৎ ছিলাম, তাই আমাকে নানা সময়ে নানাভাবে বোঝানো হয়েছিল এটা ঠিক নয়। এমনকি আপনি না চাইলেও আপনাকে অপরিচিত লোকজনের সাথে আলাপ করতে হবে। আপনাকে বলিউড ইন্ডাস্ট্রির মারপ্যাঁচের মুখোমুখি হতে হবে, যা আমি করতে পারিনি। যেকারণে আমাকে প্রফেশনাল বলতে অস্বীকার করতেন অনেকেই।"