ঐশ্বর্য রাই কে টক্কর দিয়ে বিশ্ব সেরা সুন্দরীর তালিকায় নাম লেখালেন দীপিকা পাডুকোন

অবশেষে হাজির হল এবছরের বিশ্বসুন্দরীর তালিকা। গোটা বিশ্বের মধ্যে মাত্র ১০ জনকেই বেছে নেওয়া হয় তালিকায় আর তার মধ্যেই স্বর্ণাক্ষরে রয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের নাম। 

Rimpy Ghosh | Published : Oct 17, 2022 6:33 PM
112
ঐশ্বর্য রাই কে টক্কর দিয়ে বিশ্ব সেরা সুন্দরীর তালিকায় নাম লেখালেন দীপিকা পাডুকোন

আমরা সকলেই সৌন্দর্যের পূজারী। সুন্দরের পথে কে না হাঁটতে চাই। তবে আপনার কি বিশ্বের সবথেকে সূন্দরীদের দেখতে চান? হ্যাঁ বিশ্ব সুন্দরী, যাদের দেখলে স্থির হবে আপনার চোখের মণি। মনে করা হয়, জোডি কমার যিনি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী। এছাড়াও রয়েছেন কিম কারদাশিয়ান এবং বেয়ন্স যারা গোল্ডেন রেশিও অনুসারে শীর্ষ ১০ এর তালিকায় যুক্ত হয়েছেন। এরমধ্যেই  বিশ্বের সেরা ১০ সুন্দরী নারীর তালিকায় এবারে ভারতের হয়ে রয়েছেন দীপিকা পাড়ুকোন। কীভাবে নির্ধারণ হয়  বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারীদের তালিকা? তালিকা নির্ধারণের জন্য তৈরি হয় প্রাচীন গ্রীক পদ্ধতি যা "সৌন্দর্যের গোল্ডেন রেশিও" নামে পরিচিত। রেশিও প্রয়োগ করে এবারে বলিউড অভিনেত্রীকে রাখা হয়েছে নবম স্থানে। 

212

আমরা সকলেই সৌন্দর্যের পূজারী। সুন্দরের পথে কে না হাঁটতে চাই। তবে আপনার কি বিশ্বের সবথেকে সূন্দরীদের দেখতে চান? হ্যাঁ বিশ্ব সুন্দরী, যাদের দেখলে স্থির হবে আপনার চোখের মণি। মনে করা হয়, জোডি কমার যিনি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী। এছাড়াও রয়েছেন কিম কারদাশিয়ান এবং বেয়ন্স যারা গোল্ডেন রেশিও অনুসারে শীর্ষ ১০ এর তালিকায় যুক্ত হয়েছেন। এরমধ্যেই  বিশ্বের সেরা ১০ সুন্দরী নারীর তালিকায় এবারে ভারতের হয়ে রয়েছেন দীপিকা পাড়ুকোন। কীভাবে নির্ধারণ হয়  বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারীদের তালিকা? তালিকা নির্ধারণের জন্য তৈরি হয় প্রাচীন গ্রীক পদ্ধতি যা "সৌন্দর্যের গোল্ডেন রেশিও" নামে পরিচিত। রেশিও প্রয়োগ করে এবারে বলিউড অভিনেত্রীকে রাখা হয়েছে নবম স্থানে। 

312

সূত্র অনুসারে, অভিনেত্রী জোডি কমারকে যুক্তরাজ্যের অন্যতম প্লাস্টিক সার্জন ডাঃ জুলিয়ান ডি সিলভা বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হিসাবে মনোনীত করেন। অভিনেত্রী জেনদায়া এবং প্রখ্যাত মডেল বেলা হাদিদ সহ অন্যান্য প্রতিযোগীরা রয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় স্থানে। তবে মাথায় রাখতে হবে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় সুষ্ঠ  শারীরিক গুণাবলী। 

412

বলিউডের ডিভা দীপিকা পাডুকোন গোল্ডেন রেশিও অনুসারে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের তালিকায় নবম স্থান অর্জন করেছেন। 

512

হলিউড অভিনেত্রী জেন্ডায়া, যিনি ইউফোরিয়ায় অভিনয় করেছিলেন, তিনি গোল্ডেন রেশিও অনুসারে ৯৪.৩৭% স্কোর নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

612

এরপরেই আন্তর্জাতিক পপ গায়িকা বেয়ন্স ৯২.৪৪% এর গোল্ডেন রেশিও নিয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন। পপ গায়িকা তার গানের সুরে মাতিয়েছেন গোটা দুনিয়া

712

পপ গায়িকা আরিয়ানা গ্র্যান্ডে, একজন জনপ্রিয় গায়িকা, ৯১.৮১% গোল্ডেন রেশিও স্কোর নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে। 
 

812

ষষ্ঠ স্থানে রয়েছেন গায়ক টেইলর সুইফট, যিনি ১১টি গ্র্যামি পুরস্কার জিতেছেন এবং গোল্ডেন রেশিও তে ৯১.৬৪% স্কোর পেয়েছেন।
 

912

ইউনাইটেড কিংডমের একজন সুপার মডেল জর্ডান ডান ৯১.৩৯% গোল্ডেন রেশিও নিয়ে অষ্টম স্থানে এসেছেন।  ইনস্টাগ্রামে মডেলের ৩.৪ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে।
 

1012

চার সন্তানের মা, কিম কারদাশিয়ান যিনি তার দুর্দান্ত সুইমিং ওয়্যার কিংবা অন্তর্বাস কালেকশনে নজর কেড়েছেন সকলের , তিনি৯১.৮১% স্কোর নিয়ে রয়েছেন সপ্তম স্থানে।

1112

এরপরে আসি ভারতের কথায়, ভারতের বলিউড ডিভা দীপিকা পাডুকোন,গোল্ডেন রেশিওতে ৯১.২২% পেয়ে নবম স্থানে রয়েছেন।

1212

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী এবং মডেল হো ইয়ন জনি যিনি ফিল্ম স্কুইড গেমের জন্য খ্যাতি অর্জন করেছিলেন, তিনি গোল্ডেন রেশিও স্কেলে ৮৯.৬৩% পেয়ে দশম স্থান অধিকার করেছেন।

আরও পড়ুন

আসতে চলেছে কিম কার্দাশিয়ান এর নতুন কালেকশন ন্যাকেড, বিস্তারিত জানতে চোখ রাখুন খবরে

রণবীর-দীপিকার সম্পর্ক নিয়ে ভবিষ্যৎবাণী করলেন এক জ্যোতিষী, দিলেন সন্তান হওয়ার সময়সীমাও

শরীরে অস্বস্তি, আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দীপিকা পাড়ুকোন, এখন কেমন আছেন নায়িকা

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos