যাকে বলে এক্কেবারে ঝড় তুলে দেওয়া। নেট দুনিয়া এখন তোলপাড় কিম কারদাশিয়ানের বোন রিয়্য়ালিটি শো স্টার কোটনি কারদাশিয়ান এবং তাঁর প্রেমিক ট্রেভিস বারকারের প্রকাশ্য যৌনক্রীড়ার চর্চায়। ৯৪তম অস্কারের রেড কার্পেটে এমনই এক উসকানিওয়ালা সম্ভোগের নকল ক্রীড়ায় মেতেছিলেন কোটনি এবং ট্রেভিস। মনে করা হচ্ছে দুজনেই প্রকাশ্যে যে চরম এক উত্তেজক ঘনিষ্টতার প্রদর্শন দেখিয়েছেন তা আসলে সকলের নজর টানতে। কিন্তু, এই যুক্তিকে আমল দিতে রাজি নন নেটিজেনরা। কোটনি এবং ট্রেভিস যেভাবে বদ্ধ-ঘরের যৌন ক্রীড়ার খানিক নমুনা প্রকাশ্যে এনেছেন তাকে ধিক্কার জানিয়েছে নেট দুনিয়া। প্রকাশ্যে জিভ বের করে একে অপরকে চুম্বনের আবেশে ভাসিয়ে দিয়েছিলেন কোটনি এবং ট্রেভিস।