শরীরী প্রর্দশনের সংজ্ঞাটাই বদলে দিয়েছেন 'কার্দাশিয়ান', টিভি হোস্ট থেকে কীভাবে হলেন 'বিলোওনিয়ার'
First Published Apr 9, 2021, 7:52 AM IST
হলিউড তারকা কিম কার্দাশিয়ান সর্বদাই চর্চায় রয়েছেন। সেক্সি ফিগারে বক্ষযুগল উন্মুক্ত করে শরীরী প্রদর্শনের সংজ্ঞটাই বদলে দিয়েছেন কিম। হলি তারকার কার্দাশিয়ানের মাথায় জুড়ল নতুন পালক। ফোর্বসের তালিকায় এবার বিলোওনিয়ার হলেন কিম কার্দাশিয়ান। গত বছর এই তালিকায় ছিলেন তার ছোট বোন কাইলি জেনার। টিভি হোস্ট থেকে কীভাবে বিলোওনিয়ার হলেন কিম কার্দাশিয়ান, জানলে চমকে যাবেন।

সেক্সি ফিগারে বক্ষযুগল উন্মুক্ত করে শরীরী প্রদর্শনের সংজ্ঞটাই বদলে দিয়েছেন হলিউড তারকা কিম কার্দাশিয়ান।

হলি তারকার কার্দাশিয়ানের মাথায় জুড়ল নতুন পালক। ফোর্বসের তালিকায় এবার বিলোওনিয়ার হলেন কিম কার্দাশিয়ান।

হলি তারকার কার্দাশিয়ানের মাথায় জুড়ল নতুন পালক। ফোর্বসের তালিকায় এবার বিলোওনিয়ার হলেন কিম কার্দাশিয়ান।

তবে ২০১৯ সালে মাত্র ২১ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম সেলফমেড বিলোওনিয়ার হয়েছিলেন কাইলি জেনার।

ফোর্বসের মতে, কার্দাশিয়ানের এই বিপুল অর্থ এসেছে টেলিভিশনের অনুষ্ঠান থেকে। গত বছর অক্টোবর থেকেই কিমের পারিশ্রমিক ২০০ মিলিয়ন ডলার বেড়ে ৭৮০ মিলিয়নে পৌঁছায়। এবার এক বিলিয়ন এসে দাঁড়িয়েছে।

ফোর্বসের তালিকা মতে, চার তারকা বোনের একটি বিউটি প্রতিষ্ঠান রয়েছে। যেখান থেকে ১০ কোটি ডলার আয় হয়েছে ২০১৮ সালে।

কিম কার্দাশিয়ানের প্রায় ৭ কোটি টুইটার এবং ২ কোটিরও বেশি ফলোয়ার রয়েছে।

কার্দাশিয়ানের পারিবারিক রিয়েলিটি শো কিপিং আপ উইথ কার্দাশিয়ান চলতি বছরেও শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে স্বামীর সঙ্গে আদালতে বিবাহ-বিচ্ছেদের আবেদনও জানিয়েছেন কিম।