১. বাহুবলী পার্ট ১- তমান্না ভাটিয়া:
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি 'বাহুবলী'র গল্পটি পৌরাণিক সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছিল। প্রভাস অভিনীত এই ছবিতে অবন্তিকা নামে একজন যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তমান্না। ছবিটির একটি গানের মাধ্যমে তমান্নার চরিত্রটিকে বেশ সাহসী লুকেই পরিচয় করিয়ে দেওয়া হয়। এই দুই অভিনেতা ছাড়াও ছবিতে দেখা গেছে অনুষ্কা শেঠি, রানা দাগ্গুবাতি, রাম্যা কৃষ্ণান এবং সত্যরাজের মতো অভিনেতাদেরও।